Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

আড়াই মাস পর ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টা

Dengue cases break annual record in Bangladesh as death toll nears 500
[publishpress_authors_box]

ডেঙ্গুতে মৃত্যুহীন আরও ২৪ ঘণ্টা দেখল দেশ। এর আগে গত চার অক্টোবর এমন মৃত্যুহীন দিনের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের দিন সকাল আটটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের নিয়ে চলতি মাসের এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হলো মোট সাত হাজার ৪০৮ জন আর চলতি বছরে হাসপাতালে ভর্তি হলো ৯৮ হাজার ৮৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। এর আগে সর্বশেষ ৪ অক্টোবর মৃত্যুহীন দিনের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন থেকে ৭৪ দিন পর ফের ‍মৃত্যুহীন দিন গেল।

অধিদপ্তরের তথ্য বলছে, হাসপাতালে ভর্তি হওয়া ৩১৭ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৩২ জন, ঢাকা বিভাগে ৮৮ জন, ময়মনসিংহে ১৫ জন, চট্টগ্রামে ৩৪ জন, খুলনায় ৪৪ জন, রাজশাহীতে ২০ জন, রংপুরে ২ জন, বরিশালে ৩৬ জন এবং সিলেট বিভাগে দুইজন।

রবিবার সকাল পর্যন্ত মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন এক হাজার ৬৬৭ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন ৬৫০ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে এক হাজার ১৭ জন।

চলতি বছরে মোট রোগীর মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৫৬৪ জন আর ঢাকার বাইরে ৫৯ হাজার ৩১৩ জন। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত