Beta
সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

ম্যান সিটিকে আরও ডুবিয়ে ডার্বি জিতল ম্যান ইউ

৯০ মিনিটে গোল করে ম্যান ইউকে জয় এনে দেন দিয়ালো। ছবি : সংগৃহিত
৯০ মিনিটে গোল করে ম্যান ইউকে জয় এনে দেন দিয়ালো। ছবি : সংগৃহিত
[publishpress_authors_box]

১১তম ম্যাচে এসে জয়ের মুখ দেখার আশায় বুক বেঁধেছিলো ইতিহাদ স্টেডিয়াম। আর মাত্র কিছু মিনিট। অথচ ম্যাচের শেষ দুই মিনিটে হতাশার সমুদ্রে ভাসতে হলো ম্যানচেস্টার সিটিকে। ১-০ গোল ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে শেষ দুই মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে ম্যাচ হেরে গেল পেপ গার্দিওলার দল। টানা ১১ ম্যাচে জয়হীন তারা, হারের সংখ্যা অষ্টম।

দুর্ভাগ্য হয়তো একেই বলে। যার মধ্য দিয়ে যাচ্ছে সিটিজেনরা। বর্তমান চ্যাম্পিয়নদের এমন অফফর্ম গত কয়েক বছরে কেউই দেখেনি। টানা দুটো ম্যাচ হেরে সিটিজেনদের ডেরায় এসেছিল ম্যান ইউ। লিগে তাদের অবস্থান ১৩তম।

ম্যান ইউকে হারিয়ে আত্মবিশ্বাস পুনরূদ্ধার করার সেরা সুযোগ ছিল গার্দিওলার শিষ্যদের। কিন্তু চলতি দুর্ভাগ্য তাও হতে দিলো না। ৩৬ মিনিটে জসকো গাভার্দিওল হেডে গোল করে দলকে এগিয়ে দেন। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

ওই লিড নিয়ে এদিয়ে যায় সিটি। ম্যাচ নির্ধারিত সময়ের শেষক্ষণ গুনছে। অনেকদিন পর হারানোর জয়ের স্বাদ পেতে তখন উদগ্রীব পুরো সিটি স্টেডিয়াম। ওদিকে আরেকটি হার হজমে আরও পেছনে পড়ার অপেক্ষায় ম্যান ইউ। ওই সময় আইভোরি কোস্টের আমাদ দিয়ালো রেড ডেভিলদের জন্য অ্যাঞ্জেল হয়ে এলেন।

ম্যাথিউস নুনেস দিয়ালোকে ফাউল করলেন ডি বক্সে। পেনাল্টি পেল ম্যান ইউ। ৮৮ মিনিটে খুব সহজেই স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে দলকে সমতায় আনেন ব্রুনো ফার্নান্দেস। সিটি ফ্যানরা তখনও গোল হজমের শক কাটিয়ে উঠতে পারেনি। তার আগেই দুই মিনিটের মাথায় সেই দিয়ালো কঠিন এক অ্যাঙ্গেল থেকে গোল করে ম্যান ইউকে জয় এনে দেন।

গত বছর জানুয়ারীর পর ম্যানচেস্টার ডার্বিতে প্রথম জয়ের মুখ দেখল ম্যান ইউ। ম্যান সিটি সবশেষ ১১ ম্যাচে হজম করলো অষ্টম হার। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট পাওয়া শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে পঞ্চম অবস্থানে সিটি। ম্যান ইউ এ জয়ের পরও ২২ পয়েন্ট নিয়ে তালিকায় ১৩তম।

একই দিনে চেলসি ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-১ গোলের জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে উঠেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত