Beta
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

স্মৃতিসৌধে হঠাৎ অসুস্থ ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজয় দিবসে সোমবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলীয় নেতাদের নিয়ে ফুল দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। ছবি : হারুন অর রশীদ
[publishpress_authors_box]

বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিতে হয়েছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

সোমবার সকালে বিএনপির পক্ষ থেকে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন ফখরুল।

দলীয় নেতাদের নিয়ে ফুল দেওয়ার পর স্মৃতিসৌধ প্রাঙ্গণে সকাল ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফখরুল। তখনই তিনি অসুস্থ বোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কথা বলার সময় ফখরুল অসুস্থ বোধ করলে প্রথমে বসে পড়েন। পরে মাটিতেই শুয়ে পড়েন তিনি। তখন ধরাধরি করে একটি গাড়িতে তুলে তাকে সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে শায়রুল কবীর খান সাংবাদিকদের জানান, সিএমএইচে নিয়ে শুশ্রূষার পর কিছুটা ভালো বোধ করেন ফখরুল। বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আবদুস সালাম এবং যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল সেখানে তার সঙ্গে যান।

দুপুরের পর মির্জা ফখরুল গুলশানে তার বাসায় ফেরেন। তিনি এখন সুস্থ আছেন বলে ডা. জাহিদ জানিয়েছেন।

৭৬ বছর বয়সী ফখরুলের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে ২০১৫ সালে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। তারপর প্রতিবছরই একবার চিকিৎসক দেখিয়ে আসেন। এই বছরের সেপ্টেম্বরেও সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

সিঙ্গাপুর থেকে ফেরার পর এই মাসেই যুক্তরাজ্য গিয়েছিলেন ফখরুল। সেখান থেকে সম্প্রতি দেশে ফেরেন।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত