Beta
সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

ওস্তাদ জাকির হুসেন নিয়ে ১০টি তথ্য

Jakir Hossain feature Image
[publishpress_authors_box]

চলে গেলেন সঙ্গীতের আরও একজন নক্ষত্র। তবলার মতো হিন্দুস্তানি তাল যন্ত্রকে যিনি নিয়ে গিয়েছিলেন বিশ্বের দরবারে। বলা যায়, তার একক প্রচেষ্টায় তবলা পেয়েছিল বৈশ্বিক সঙ্গীত যন্ত্রের স্বীকৃতি। বয়স হয়ে গিয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ভুগছিলেন রক্তচাপজনিত সমস্যায়। পরে আর ধরে রাখা গেলনা এই মহান শিল্পীকে। তিনি ওস্তাদ জাকির হুসেন।

জেনে নেওয়া যাক তার সম্পর্কে ১০টি তথ্য। যার কোন কোনটি হয়তো আমাদের অনেকেরই অজানা।

বিস্ময়কর শৈশব
মাত্র তিন বছর বয়সে ওস্তাদ জাকির হুসেন তবলা বাজানো শুরু করেন এবং শৈশবেই অসাধারণ প্রতিভার পরিচয় দেন।  জনসমক্ষে তার তবলা বাজানোর শুরুটা মাত্র ৭ বছর বয়সে।

কিংবদন্তীর সন্তান
অনেকেই হয়তো জানেনা, ওস্তাদ জাকির হুসেন, আরেক কিংবদন্তী ওস্তাদ আল্লা রাখা-র পুত্র। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতকে বৈশ্বিকভাবে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার আছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

কৈশোরেই আন্তর্জাতিক অঙ্গনে
মাত্র ১২ বছর বয়সে আন্তর্জাতিক পরিসরে তার অভিষেক ঘটে। বাবা আল্লা রাখা-র সঙ্গে দেশে-বিদেশে তিনি সঙ্গত করতে থাকেন।

শিক্ষাগত সাফল্য
সঙ্গীতের প্রতি নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত রেখেও মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এই কিংবদন্তী।

সঙ্গীতে ‘শাস্ত্র’ ছাড়িয়ে পশ্চিমে
শাস্ত্রীয় সঙ্গীত ছাড়াও তিনি জ্যাজ, রক এবং ফিউশন নিয়ে কাজ করেছেন। গিটারিস্ট জন ম্যাকলাফলিনের সঙ্গে মিলে গঠন করেন ফিউশনধর্মী ব্যান্ড ‘শক্তি’।

সঙ্গীত পরিচালক
চলচ্চিত্রের আবহ সঙ্গীত নির্মাণেও অনবদ্য ছিলেন ওস্তাদ জাকির হুসেন। সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন অপর্ণা সেনের ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’  সিনেমায়। এছাড়াও বেশ কিছু সিনেমার আবহ সঙ্গীতে তার গুরুত্বপূর্ণ সংযোজন আছে।

তবলার ভিন্নধর্মী উদ্ভাবন
তবলায় ভিন্ন ধরনের এবং নানামাত্রিক সুর এবং তাল লয়ের গবেষণায় নিবেদিত ছিলেন জাকির হুসেন। এক্ষেত্রে তার নতুন নতুন উদ্ভাবন তবলাকে একটি বৈশ্বিক তাল যন্ত্রে পরিণত করেন।  

গ্র্যামি
‘গ্রেটফুল ডেড’ ব্যান্ডের ড্রামার মিকি হার্টের সঙ্গে ১৯৯১ সালে যৌথভাবে রিলিজ করেন অ্যালবাম প্লানেট ড্রাম। এই অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কারে ভূষিত হন জাকির হুসেন।

পদ্ম পুরস্কার
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অসামান্য অবদানের জন্য জাকির হুসেনকে ১৯৮৮ সালে তাকে পদ্মশ্রী এবং ২০০২ সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়।

‘এ লাইফ ইন মিউজিক’

ওস্তাদ জাকির হুসেনের জীবন ও কর্ম নিয়ে গ্রন্থ  ‘এ লাইফ ইন মিউজিক’। এটি মূলত নাসরিন মুন্নি কবির এর নেওয়া জাকির হোসেনের সাক্ষাৎকার গ্রন্থ।

 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত