Beta
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

ব্রিসবেনে বৃষ্টির বাধায় পড়ল অস্ট্রেলিয়ার দাপট

australia
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

বৃষ্টির কারণে দুই সেশনের মতো খেলাই হয়নি। মাঠে থাকার সুযোগ পেলে ভারতের প্রথম ইনিংস এদিন গুটিয়ে দিতো অস্ট্রেলিয়ার পেসাররা। ব্রিসবেনে গত দুই দিন ছিল স্বাগতিক ব্যাটারদের দাপট। তৃতীয় দিন তাদের বোলাররা রূদ্রমূর্তি দেখান।

গ্যাবায় তৃতীয় দিন বৃষ্টির দাপট ছিল বেশি। একাধিকবার দিনের খেলা আটকে যাওয়ায় মাত্র ৩৩.১ ওভার মাঠে গড়ায়। ৭ উইকেটে ৪০৫ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া  প্রথম ইনিংসের লিড বাড়িয়ে নেয় আরও ৪০ রান। জাসপ্রিত বুমরাহ নিয়েছেন ৬ উইকেট। জবাবে প্রথম ইনিংসে ১৭ ওভার ব্যাট করতে পেরে ৫১ রানে ৪ উইকেটে দিন শেষ করে ভারত।  

বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় ভারতের প্রথম ইনিংস। কিন্তু মাঠে নামার পরই তাদের টপ অর্ডার ধসিয়ে দেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সরা। যশ্বসী জয়সওয়াল (৪) আরও একবার মিচেল স্টার্কের বলে আউট হয়েছেন। একবার এই ব্যাটারকে স্লেজিং করে বেশ বিপদেই পড়েছেন তরুণ ভারতীয় ওপেনার।

শুবমান গিল (১), বিরাট কোহলিরাও (৩) কিছু করতে পারেননি। প্যাট কামিন্স, জস হ্যাজেলউডের শিকার হয়ে ফিরলে মাত্র ২২ রানে ৩ উইকেট হারায় ভারত। লোকেশ রাহুলের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে তারা। ২২ রানের ছোট জুটির পর ঋষভ পান্ত ৯ রানে ফিরলে আবারও বিপদে পড়ে সফরকারীরা।

বৃষ্টির কারণে আবার খেলা বন্ধ হওয়া এ যাত্রা আর উইকেট হারাতে হয়নি ভারতকে। অস্ট্রেলিয়ার প্রতম ইনিংসে করা ৪৪৫ রানের চেয়ে এখনও ৩৯৪ রানে পিছিয়ে রোহিত শর্মার দল।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত