Beta
সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
ফেডারেশন কাপ

বসুন্ধরা কিংসকে হারিয়ে ফর্টিস এফসির চমক

বসুন্ধরা কিংসকে হারানোর উল্লাস ফর্টিস এফসির ফুটবলারদের। ছবি: বাফুফে
বসুন্ধরা কিংসকে হারানোর উল্লাস ফর্টিস এফসির ফুটবলারদের। ছবি: বাফুফে
[publishpress_authors_box]

বসুন্ধরা কিংসের হয়েছে কি? চ্যাম্পিয়ন দলটি এবারের মৌসুমে বাজে সময় কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না।

গত ৬ ডিসেম্বর প্রিমিয়ার লিগে হেরেছে মোহামেডানের কাছে। মঙ্গলবার ফেডারেশন কাপের গ্রুপ পর্বে হার ফর্টিস এফসির কাছে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসি ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংসকে। ১টি করে গোল করেছেন জাসুর ‍জুমায়েভ ও আবদুল্লাহ।

ম্যাচ জিতে ফর্টিসের ফুটবলাররা যেভাবে মাঠে উৎসব সেরেছে তা ছিল দেখার মতো। দেশের সেরা দল বসুন্ধরা কিংসকে হারের লজ্জা দিয়েছে মাসুদ পারভেজ কায়সারের দল।

‘এ’ গ্রুপে কিংস দুই ম্যাচে একটি জয় ও হারে তিন পয়েন্ট নিয়ে আছে কিংস। সমান ম্যাচে ফর্টিসের চার পয়েন্ট।

ফর্টিস এফসির ফুটবলারদের আনন্দ উল্লাস। ছবি: বাফুফে

ম্যাচের প্রথমার্ধে বসুন্ধরা কিংস যাও বা সুযোগ পেয়েছে তা থেকে গোল করতে পারেনি। তাদের ফরাসি স্ট্রাইকার জারেদ খাসা নেই। সেই প্রভাব মাঠের খেলায় পড়েছে বেশ ভালোভাবেই।

বিরতির পর ফর্টিস আক্রমণে এগিয়ে ছিল। ম্যাচের ৪৭ মিনিটে পিয়াস আহমেদ নোভার সামনে সুযোগ ছিল। কিন্তু পোস্টের সামনে ঠিকঠাক জায়গা করে নিতে না পারায় বলের নাগাল পাননি। ৭২ মিনিটে ফর্টিসকে পেছনে ফিরে তাকাতে হয়নি। উজবেকিস্তানের জাসুর জুমায়েভ গোল করে দলকে এগিয়ে নেন। ভ্যালেরি রিসেনের কর্নারে ৬ গজের প্রান্তে থেকে লাফিয়ে উঠে এই ডিফেন্ডার বল জালে জড়িয়ে দেন। গোলকিপার আনিসুর রহমান জিকো বাঁ দিকে ঝাঁপালেও বলের নাগাল পাননি। ৫ মিনিট পর ফর্টিস ব্যবধান দ্বিগুণ করে। পিয়াস আহমেদ নোভার পাসে বক্সে ঢুকে মোহাম্মদ আব্দুল্লাহ বল জড়ান।

জয়ের পর ফর্টিসের ফুটবলাররা গ্যালারির দিকে তাদের সমর্থকদের সামনে গিয়ে অভিবাদনের জবাব দিয়েছে। মাঠের ভিতরে তো উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৮-০ গোলে বিধ্বস্ত করেছে ঢাকা ওয়ান্ডারার্সকে। ম্যাচে জোড়া হ্যাটট্রিক করেছেন মুস্তফা ও সাজ্জাদ। ১টি করে গোল করেছেন রাব্বি ও এলিটা কিংসলে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত