Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

মুশফিক-হৃদয় ইনজুরি কাটিয়ে ফিরলেন তবুও জিতলো না রাজশাহী

ইনজুরি কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন মুশফিক। ছবি : বিসিবি
ইনজুরি কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন মুশফিক। ছবি : বিসিবি
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

জাতীয় লিগ টি-টোয়েন্টিতে ফিরেছেন মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। দুজনই ইনজুরি কাটিয়ে ফিরেছেন ক্রিকেটে। ইনজুরির কারণে উইন্ডিজ সফর কাটা পড়েছে এ দুই ক্রিকেটারের।

সঙ্গে ছিলেন রাজশাহীতে খেলা জাতীয় দলের অপর ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। তিন তারকা মিলেও চট্টগ্রামের বিপক্ষে রাজশাহীকে জেতাতে পারেননি। চট্টগ্রামের ৭ উইকেটে করা ১৯৮ রানের জবাবে রাজশাহী ৭ উইকেটে ১৯৪ রানে থেমেছে। শান্তরা ম্যাচ হেরেছে মাত্র ৪ রানে।

ইনজুরি কাটিয়ে ফিরে শান্ত প্রথম ম্যাচে রান পেয়েছিলেন। বরিশালের বিপক্ষে করেছিলেন ৮০ রান। এরপর দুই ম্যাচে ব্যাটে রান নেই জাতীয় অধিনায়কের। রংপুরের বিপক্ষে ৬ রান করা শান্ত মঙ্গলবার চট্টগ্রামের বিপক্ষে করেছেন মাত্র ৪ রান।

শান্তর মতো প্রথম ম্যাচে ফিরেই রান পেয়েছেন মুশফিক-হৃদয়। রান তাড়ায় মুশফিকের ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় করা ৪৬ ও হৃদয়ের ৫০ বলে ৩ চার ও ৬ ছক্কায় করা ৬৯ রানে জয়ের স্বপ্ন দেখছিল। পরের ব্যাটাররা টি-টোয়েন্টির তাল মেলাতে না পারায় হেরেছে রাজশাহী।

এর আগে মুমিনুল হক ও ইরফান সুক্কুরের দুই হাফসেঞ্চুরি ও শাহাদাত হোসেন দিপুর ঝড়ো ব্যাটিংয়ে দুইশো ছোঁয়া স্কোর করেছে চট্টগ্রাম। মুমিনুল ৩৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেছেন ৫২। ইরফান ২৯ বলে ৮ চার ও ১ ছক্কায় করেছেন ৫৪। দিপু ১৫ বলে ২ চার ও ৩ ছক্কায় করেছেন ৩৫ রান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অপর ম্যাচে মাত্র ১ রানে ঢাকা মেট্রোর কাছে শ্বাসরুদ্ধকর হার হজম করেছে সিলেট। আগে ব্যাট করে মেট্রো ৭ উইকেটে ১৫৬ রান করে। জবাবে সিলেটের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ৩৯ বলে ৭ ছক্কা ও ৩ চারে ৮২ রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি।

দিনের ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন এনামুল হক বিজয়। খুলনার এই ওপেনারের ৬৭ বলে ১০ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১০১ রানে ৩ উইকেটে ১৮০ করেছে খুলনা। জবাবে ঢাকা বিভাগ ৪ উইকেটে ১৫৯ রান করে ২১ রানে হেরেছে। এছাড়া বরিশাল রংপুরের বিপক্ষে মাত্র ১০৮ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে।

জাতীয় লিগ টি-টোয়েন্টিতে বেশিরভাগ দলের পাঁচটি করে ম্যাচ শেষে রংপুর ৫ ম্যাচের সবকটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ঢাকা মেট্রো ৪ ম্যাচের সবকটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত