Beta
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

৩১৩ প্রশিক্ষণরত এসআইকে অব্যাহতি : পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তির নির্দেশ

high court
[publishpress_authors_box]

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৩১৩ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের পুনর্বিবেচনার আবেদন দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাই কোর্ট রুলসহ এ আদেশ দেয়।

প্রশিক্ষণরত ওই ৩১৩ উপপরিদর্শককে প্রশিক্ষণ থেকে বাদ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও পুলিশ একাডেমির অধ্যক্ষকে পুনর্বিবেচনার আবেদন দ্রুত নিষ্পত্তি করতে এবং রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২১ অক্টোবর ৪০তম ক্যাডেট ব্যাচ-২০২৩ এর প্রশিক্ষণরত ২৫২ জন এসআই এবং ৪ নভেম্বর একই ব্যাচের আরও ৫৮ জন ক্যাডেট এসআইকে ‘শৃঙ্খলা ভঙ্গের’ কারণ দেখিয়ে অব্যাহতি দেওয়া হয়। পরে এ আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করলেও কোনও ফল পাননি তারা।

পরে এসব অব্যাহতি আদেশ চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন অব্যহতি পাওয়া ৪০তম ক্যাডেট ব্যাচের সদস্যরা। তাদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

আদালতের আদেশের বিষয়ে জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত মোট ৩১৩ জনকে বাদ দেওয়া হয়েছে। এক বছরের এই প্রশিক্ষণ প্রায় সম্পন্নও করেছেন তারা। তারপরও তাদেরকে বাদ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।”

তুচ্ছ অভিযোগে প্রশিক্ষণরত অবস্থায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয় জানিয়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, “সকালে নাস্তা না খেয়ে হইচই করার অভিযোগে ২১২ জনকে বাদ দেওয়া হয়। তারপর রাতের ক্লাসে যাওয়ার সময় একই লাইনে না থেকে হাসাহাসি করেছে, এমন অভিযোগও ছিল।”

একাডেমির কাছে যদি মনে হয় তাদের মধ্যে কেউ সফল হবেন না, তাদেরকে পুলিশ প্রবিধান অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দিয়ে এমন আদেশ দেওয়া যেতে পারে উল্লেখ করে এই আইনজীবী বলেন, “কিন্তু এখানে কোনও কারণ দর্শানো না করে সরাসরি বাদ দিয়েছে, এভাবে দিতে পারেন না।

তাদের বিরুদ্ধে অসচারণের অভিযোগ এনে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে জানিয়ে রিটকারীদের আইনজীবী বলেন, “এখানে প্রসিডিউর মেনে কারণ দর্শানো এবং তারপর অভিযুক্তকে শুনানির মতো কোনও সুযোগ না দিয়ে বাদ দিতে পারে না। স্বেচ্ছাচারীমূলকভাবে তাদেরকে কোনও সুযোগ না দিয়ে অসদাচরণের অভিযোগ তুলে বাদ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত