ফিফা দ্য বেস্টে সেরা ১১ জনে লিওনেল মেসির নাম আসাটাই ছিল বিস্ময়ের। কেননা ভোটের সময়ে তেমন কিছু অর্জন ছিল না তার। ভোটেও পড়েছে এর প্রতিফলন। এই কিংবদন্তি ২৫ পয়েন্ট পেয়ে হয়েছেন ষষ্ঠ।
আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ভোট দিয়েছেন মেসিও। তিনি এক নম্বর ভোটটা দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে। তার দ্বিতীয় সেরা কিলিয়ান এমবাপ্পে ও তৃতীয় সেরা হিসেবে ভোট দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়রকে।
ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার বৈরিতা চিরকালীন। এজন্যই কিনা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সেরা তিনেই রাখেননি ভিনিসিয়ুসকে। তার তিনটা ভোট পেয়েছেন যথাক্রমে লিওনেল মেসি, রদ্রি ও জুড বেলিংহাম।
ভিনিকে সেরার ভোট দেননি ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। তার এক নম্বর রদ্রি, দুই বেলিংহাম আর তিন ভিনিসিয়ুস।
ব্রাজিল অধিনায়ক লুইস দা সিলভা সেরা হিসেবে বেছে নিয়েছেন ভিনিকে। তিনি দুইয়ে রেখেছেন বেলিংহাম আর তিনে ইয়ামালকে। ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়রের সেরা তিন ভোটও অধিনায়কের মত ভিনি, বেলিংহাম ও ইয়ামাল।
ইউরো জয়ী স্প্যানিশ অধিনায়ক আলভারো মোরাতা সেরার ভোট দিয়েছেন দানি কারভাহালকে। তিনি দুইয়ে রেখেছেন রদ্রি আর তিনে ইয়ামালকে। কোচ দে লা ফুয়েন্তেও ভোট দিয়েছেন একই ক্রমে।
ইতালির অধিনায়ক দোন্নারুমার এক নম্বর পছন্দ মেসি। পিএসজিতে একসঙ্গে খেলতেন বলেই হয়তো বেছে নিয়েছেন মেসিকে। তিনি দুইয়ে রেখেছেন এমবাপ্পে আর তিনে ভিনিকে।
ইতালিরে কোচ লুসিয়ানো স্পালেত্তি সেরা তিন ভোট দিয়েছেন টনি ক্রুস, বেলিংহাম আর মেসিকে।