দুর্ভাগ্য বলতে হবে সৌম্য সরকারের। অ-ধারাবাহিকতার গোরো ছাড়িয়ে রানে ফিরেছিলেন। আগের সময়ের চেয়ে এখন ব্যাটে ভালো সময় কাটছিল। এই ছন্দে ছেদ পড়ল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লিপে ফিল্ডিং করতে গিয়ে বলের আঘাতে আঙুল ফেটেছে তার। দরকার হয়েছে পাঁচটি সেলাই।
সৌম্যকে এবার লম্বা সময়ই হয়তো মাঠের বাইরে থাকতে হবে। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে চার সপ্তাহের মতো লেগে যায়। তাই ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের শুরুর অংশে খেলা হবে না রংপুর রাইডার্সের ব্যাটারের। স্বভাবতই মিস করবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের মাঝপথে তানজিম হাসান সাকিবের বলে রোভম্যান পাওয়েলের ক্যাচ ধরতে গিয়ে আঘাত পান সৌম্য। কাঁধ সমান উঁচুতে সজোরে আসা বলটি সৌম্যর ডান হাতের তর্জনী আঙুলের মাথায় লাগে। সঙ্গে সঙ্গে ব্যথায় পড়ে যান সৌম্য।
স্বাভাবিকভাবেই দলের ফিজিওকে ডেকে পাঠানো হয়। প্রাথমিক শুশ্রুষার কোনও উপায় ছিল না। সৌম্যর আঙুল থেকে রক্ত পড়ছিল। টিভিতে দেখে মনে হচ্ছিল তর্জনীর মাথার দিকটা ডিসলোকেটেড হয়েছে। অবস্থা বেগতিক হওয়ায় ড্রেসিংরুমে কিছুক্ষণ কাটানোর পর সৌম্যকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই পাঁচটি সেলাই দেওয়া হয়েছে ফেটে যাওয়া অংশে।
ম্যাচ শুরুর আগে নিজের প্রতি আত্মবিশ্বাসের কথা বলছিলেন সৌম্য। নিজের রানে ফেরার বিষয়ে জানান, “আমি এখন অতিরিক্ত ভাবা বাদ দিয়েছি। নিজের উইকেটের মূল্য বুঝি। চেষ্টা করি যতটা স্বাভাবিক খেলা যায়। এজন্য নির্ভার থেকে ব্যাট করা সহজ হচ্ছে এবং রানও পাচ্ছি।”