গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান দখলে নেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে অন্তত দুইজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
উদ্ভূত পরিস্থিতিতে টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তুরাগ তীরে ইজতেমা ময়দানে আগে থেকে অবস্থান করছিলেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। এর মধ্যে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে মাওলানা সাদের অনুসারীরা ইজতেমা ময়দানে ঢুকলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার সকাল সন্ধ্যাকে বলেন, “আমরা দুই জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। তার মধ্যে একজনের মৃতদেহ আহসান উল্লাহ মেডিকেলের মর্গে আছে।”
এর বাইরে আরও একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন জানিয়ে ওসি বলেন, “শুনেছি তার লাশ নিয়ে গেছেন স্বজনরা, কিন্তু নিশ্চিত হতে পারিনি এখনও।”
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে প্রথম আলো জানিয়েছে, মাওলানা সাদের অনুসারীরা আগামী শুক্রবার থেকে ইজতেমা ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা করতে চান। তবে তাদের সেখানে ইজতেমা করতে দিতে রাজি নন মাওলানা জুবায়েরের অনুসারীরা। এ কারণে মাওলানা জুবায়েরের অনুসারীরা আগে থেকেই ময়দান দখলে নেয়।
এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে মাওলানা সাদের অনুসারীরা ময়দানে ঢুকতে গেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মাওলানা জুবায়েরের অনুসারীরা বলছেন, মাওলানা সাদের অনুসারীরা গভীর রাতে দলে দলে এসে তাদের ওপর হামলা চালিয়েছে।
তবে মাওলানা সাদের অনুসারীরা এই অভিযোগ অস্বীকার করে বলছেন, তারা ইজতেমা ময়দানে জায়গা না পেয়ে কামারপাড়া ব্রিজসহ রাস্তার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিলেন। সেখানেও মাওলানা জুবায়েরের অনুসারীরা তাদের লক্ষ্য করে অনবরত ঢিল ছুড়তে থাকলে বাধ্য হয়ে তারা ময়দানে প্রবেশ করেন।
তাবলিগ জামাতের দুইপক্ষের বিরোধের কারণে গত কয়েকবছর ধরেই দুই পর্বে হয়ে আসছে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার আয়োজন।
২০২৫ সালের বিশ্ব ইজতেমাও দুই পর্বে আয়োজনের সূচি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। সূচি অনুযায়ী, প্রথম পর্ব আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।