Beta
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

‘পুরো বাংলাদেশের মানুষই খুশি’

ম্যাচ সেরার পুরস্কার হাতে শামীম হোসেন। ছবি : উইন্ডিজ ক্রিকেট
ম্যাচ সেরার পুরস্কার হাতে শামীম হোসেন। ছবি : উইন্ডিজ ক্রিকেট
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

ব্যাট হাসছে না লিটন দাসের। টানা দুই টি-টোয়েন্টিতে ব্যর্থ বাংলাদেশ অধিনায়ক। তারপরও জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ২-০;তে হারিয়েছে টি-টোয়েন্টি সিরিজ।

এমন সাফল্যে খুশি লিটন। ওয়েস্ট ইন্ডিজের মতো পরাশক্তিকে তাদেরই মাটিতে সিরিজ হারানোর পর লিটন বললেন, ‘‘খুব খুশি আমি। শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষই খুশি। এমন জয়ের দিকেই তাকিয়ে ছিলাম।”

ব্যাটারদের জন্য আর্নস ভেলের ২২ গজ দুর্বোধ্য। লিটন সেটা বুঝতে পারেন প্রথম বল খেলেই। ১০ বলে ৩ রানে আউট হওয়া লিটন এজন্যই প্রশংসায় ভাসালেন সাহসী ব্যাটিং করা শামীম হোসেনকে,‘‘আমি যখন প্রথম বল খেলি, খুব কঠিন ছিল ব্যাট করা। শামীমকে ধন্যবাদ, সে খুব ভালো ব্যাট করেছে।’’

তাসকিনকে অভিনন্দন জানাচ্ছেন লিটন।

প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরা শামীম হোসেন প্রথম ম্যাচে খেলেছিলেন ১৩ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস। দ্বিতীয় ম্যাচে ১৭ বলে ৩৫ করে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। দুই ইনিংসে তার স্ট্রাইক রেট ২০০’র বেশি।

এভাবে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারায় শামীমের সন্তুষ্টি, ‘‘কত দিন পর জাতীয় দলে ফিরেছি, তাই খুব ভালো লাগছে। আমি হলাম ফিনিশার, আমার কাজই মারা। শেষ কয়েক মাসে  অনেক পরিশ্রম করেছি।’’

দুই ইনিংসেই ২০০’র বেশি স্ট্রাইক রেট ছিল শামীমের।

দলের রান যখন আটকে ছিল তখন শামীমের ব্যাটেই লড়াই করার পুঁজি পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে তিনি বললেন, ‘‘ আমার সবসময় চিন্তা থাকে দল যে অবস্থায় থাক আমি যদি খেলতে পারি স্কোর অনেক উপরে চলে যাবে। আমি সবসময় ইতিবাচক চিন্তাই করি।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত