Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে হানা দেওয়া ৩ ডাকাতের আত্মসমর্পণ

রূপালী ব্যাংকের এই শাখাতেই পড়েছে ডাকাতের হানা।
রূপালী ব্যাংকের এই শাখাতেই পড়েছে ডাকাতের হানা।
[publishpress_authors_box]

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় হানা দেওয়া ডাকাত দলের তিন সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো বার্তায় একথা জানানো হয়েছে। তবে তিন জনের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

এর আগে দুপুর ২টার দিকে তিন জনের একটি ডাকাতদল ব্যাংকে প্রবেশ করে বলে জানিয়েছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম।

সন্ধ্যা পর্যন্ত তারা ব্যাংকের ভেতরে অবস্থান করছিলেন।

দুপুরে ডাকাতদের প্রবেশের খবর পেয়ে সেনা সদস্য, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের অভিযানের একপর্যায়ে আত্মসমর্পণ করেন তিন ডাকাত।

আত্মসমর্পণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির ভেতরে যান এবং কর্মকর্তা-কর্মচারীদের জিম্মিদশা থেকে মুক্ত করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় একধরনের চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। বিপুল সংখ্যক সাধারণ মানুষ ব্যাংকটির আশপাশে ভিড় করেন। ব্যাংকের ভবনের নিচের ও আশপাশের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত