Beta
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

আউট হওয়া ব্যাটার ফিরলেন ক্রিজে, এমন ঘটনা আরও আছে

Jaker
Picture of শিহাব উদ্দিন

শিহাব উদ্দিন

[publishpress_authors_box]

ক্রিকেটে আউট হওয়া ব্যাটারের ক্রিজে ফিরে ব্যাটিং চালিয়ে যাওয়ার ঘটনা আছে বেশ কয়েকটি। তবে ড্রেসিংরুমে চলে যাওয়া ব্যাটারকে ক্রিজে ফেরানো সম্ভবত এই প্রথম, তাও আবার আম্পায়ারদের ডাকেই।

উইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে রান আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান জাকের আলি। তবে টিভি রিপ্লেতে দেখে তাকে নয় শামীম হোসেনকে আউট দিয়েছেন আম্পায়াররা।

এর আগে বেশ কয়েকজন ব্যাটার আউট হলেও, পরে ব্যাটিংয়ে নেমেছেন বিপক্ষ দলের মহানুভবতায়। তবে তাদের কারোরই ড্রেসিংরুমে ফিরে গিয়ে আবার ক্রিজে নামার সুযোগ হয়নি। এদিক থেকে জাকেরই প্রথম। চলুন দেখে নেওয়া যাক আগের ঘটনাগুলো –

সোধিকে আউট করেও ব্যাটিংয়ের সুযোগ দেয় বাংলাদেশ :

২০২৩ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলে বাংলাদেশ। ওই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বোলার বল ছোঁড়ার আগেই ক্রিজ ছেড়ে এগিয়ে যান ইশ সোধি। নিউজিল্যান্ড বোলারকে সুযোগ বুঝে ডিলেভারি না করে নন স্ট্রাইকিং প্রান্তে রান আউট করেন হাসান মাহমুদ।

আগে এই আ্টুকে মানকাডিং বলা হতো। স্পিরিট অব ক্রিকেটের মানদণ্ডে খলনায়ক হতেন বোলাররা। কিন্তু ২০২২ সালে নিয়ম করেই এমন কীর্তিকে রান আউট ঘোষণা করে আইসিসি। সে হিসেবে সোধি আউট ছিলেন।

কিন্তু ভদ্রতা দেখিয়ে ড্রেসিংরুমে ফিরতে থাকা সোধিকে ডেকে আনেন অধিনায়ক লিটন দাস ও হাসান। আউট হয়েও তাই পরে ব্যাট করেছেন এই স্পিনার।

আউট হওয়া সোধি ফিরে এসে হাসানকে কৃতজ্ঞতা জানান। ছবি : ক্রিকইনফো

ইয়ান বেলকে রান আউট করে আপিল ফিরিয়ে নেন মহেন্দ্র সিং ধোনি :

২০১১ সালে নটিংহ্যাম টেস্টের তৃতীয় দিন চা বিরতির আগের ঘটনা। ইয়ন মরগান চা বিরতির আগে শেষ বলটিতে থার্ডম্যানে বল পাঠিয়ে দুই রান নেন। প্রান্ত বদল করে সেঞ্চুরি করা ইয়ান বেল ফিল্ডার বল ধরে ফেরত পাঠানোর আগেই চা বিরতি ভেবে ড্রেসিংরুমে হাঁটা দেন।

ওদিকে বাউন্ডারী থেকে ফিল্ডারের পাঠানো বল ধরে স্ট্যাম্প ভেঙে দেন ভারতীয় ফিল্ডাররা। নিয়ম অনুযায়ী তা রান আউট। টিভি আম্পায়াররাও রিপ্লে দেখে আউট ঘোষণা করেন বেলকে। কিন্তু চা বিরতি ভেবে চলে আসা ইয়ান বেল এই আউট মানছিলেন না।

চা বিরতির সময় ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ভারতীয় ড্রেসিংরুমে আউট ফিরিয়ে নেওয়ার আবেদন জানান। তাদের দাবি ইয়ান বেল চা বিরতি মনে করে ফিরে আসছিলেন। ভারত অধিনায়ক সেই দাবি মেনে নেন এবং নিজেদের আউটের আবেদন ফিরিয়ে নিয়েছিলেন। চা বিরতির পর ১৩৭ রানে থাকা ইয়ান বেল আবার ব্যাটিংয়ে নামেন।

আম্পায়ারকে আউট হওয়ার পর অসন্তোষ জানাচ্ছেন ইয়ান বেল। ছবি : ক্রিকইনফো

অ্যাঞ্জেলো ম্যাথিউজকে রান আউট করেও ব্যাটিংয়ের সুযোগ দেওয়া :

২০০৯ চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কার অ্যাঞ্জোলো ম্যাথিউজ রান নিতে গিয়ে ইংল্যান্ডের গ্রাহাম অনিয়নসের সঙ্গে ধাক্কা লেগে ক্রিজে পড়ে যান। ততক্ষণে ইংল্যান্ড ফিল্ডাররা তাকে রান আউট করে দেয়। নিয়ম অনুযায়ী আউট হলেও অ্যান্ড্রু স্ট্রাইস ব্যাপারটিতে ভদ্রতার পরিচয় দেন। আউটের আবেদন তুলে নিয়ে আবার ব্যাট করার সুযোগ দেন ম্যাথিউসকে। এরপর মাত্র ১ রান যোগ করে ৫২ রানে আউট হন শ্রীলঙ্কার অলরাউন্ডার।

ধাক্কা লেগে পড়ে যাওয়ায় রান আউট বাতিলের আবেদন ম্যাথিউজের। ছবি : ক্রিকইনফো

মুম্বাই টেস্টে গুন্ডাপ্পা বিশ্বনাথের উদারতা :

১৯৭৯-৮০ সালে মুম্বাইতে ভারত-ইংল্যান্ডের গোল্ডেন জুবলী টেস্টে উইকেটের পেছনে ক্যাচ আউট দেওয়া হয় বব টেলরকে। কিন্তু অধিনায়ক গুন্ডাপ্পা বিশ্বনাথ আম্পায়ারদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেন, ক্যাচটি পরিষ্কার ভাবে নেওয়া হয়নি বলে। তাই আবার ব্যাট করার ‍সুযোগ পেয়েছিলেন টেলর। ইয়ান বোথামের সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের পথ দেখান।

রান আউট নিয়ে গন্ডগোল ও শেষরক্ষা :

১৯৭৩-৭৪ সালে ইংল্যান্ডের উইন্ডিজ সফরে একটি রান আউট কেন্দ্র করে মাঠেই গোলযোগ বাঁধতে বসেছিল। পোর্ট অব স্পেনে দিনের শেষ বলে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন বার্নার্ড জুলিয়ান। অপরপ্রান্তে থাকা আলভিন কালিচরণ তখন দিনের খেলা শেষ মনে করে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যান। কিন্তদু টনি গ্রেগ সিলি পয়েন্ট থেকে একটু ডান পাশে চলে যাওয়া বলটি তুলে নিয়েই অন্যপ্রান্তের স্ট্যাম্প ভেঙ্গে দেন।

বল যেহেতু ডে হয়নি তাই নিয়ম অনুযায়ী তা রান আউট। কিন্তু কালিচরণ থেকে শুরু করে স্টেডিয়ামের দর্শক কেউই ওই আউট মানবে না। তাই মাঠেই দুই ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, আম্পায়ার ও অধিনায়কদের মিটিং হলো। অবস্থা বেগতিক দেখে আউটের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। আবারও ব্যাটিং করতে নামের কালিচরণ।  

টনি গ্রেগ সিলি পয়েন্ট থেকে ফিল্ডিং করে রান আউট করলেন নন স্ট্রাইকে থাকা কালিচরণকে। ছবি : ক্রিকইনফো

জাকেরের রান আউট ঘটনা : 

ড্রেসিংরুম থেকে আউট হওয়া ব্যাটারকে ফিরিয়ে আনা হলো ক্রিজে। আম্পায়ার নিজে গিয়ে ডেকে আনলেন। এমন ঘটনা আগে কখনও হয়েছে কি!

১৫তম ওভারের চতুর্থ বলে শর্ট মিডউইকেটে বল ঠেলেই সজোরে এক রান নিলেন জাকের আলি। দ্বিতীয় রানের জন্য ফিরতি রান নিতে ছুটলেন। ওদিকে অপর ব্যাটার শামীম হোসেন দ্বিতীয় রানের দৌড় শুরু করেও ফিরে গেলেন নিজের প্রান্তে। ততক্ষণে জাকেরও একই প্রান্তে চলে গেছেন।

অপরপ্রান্তে উইন্ডিজ ফিল্ডাররা স্ট্যাম্প ভেঙ্গে দিয়েছেন। খালি চোখে জাকের রান আউট। দ্বিতীয় রান নেওয়ার পথে বারবার উইকেট ছাড়তে বলেছিলেন শামীমকে কিন্তু অনুজ তা মানেননি। রানআউট হয়ে রাগে গজ গজ করতে একেবারে ড্রেসিংরুমে ফিরে যান জাকের।

কিন্তু এমন অবস্থায় সবসময়ই ব্যাটাররা অপেক্ষা করেন কে রান আউট হয়েছেন তা জানতে। কিন্তু জাকের তা করেননি। ওদিকে টিভি আম্পায়ারের রিপ্লেও দেখা শেষ হয়নি। রিপ্লেতে দেখা যায় উইন্ডিজ বোলার রস্টন চেজ স্ট্যাম্পের বেল ফেলে দেওয়ার আগে অপরপ্রান্তে শামীমের আগেই পপিং ক্রিজে ব্যাট রাখেন জাকের। পরে ব্যাট ফেলেন শামীম।

তাই আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট ড্রেসিংরুমে ফিরে গিয়ে জাকেরকে ডেকে আনলেন ক্রিজে। শামীম ফিরলেন ড্রেসিংরুমে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত