Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি : গ্রেপ্তার লিয়ন রিমান্ডে

robber of keranigonj bank
[publishpress_authors_box]

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টার ঘটনায় গ্রেপ্তার লিয়ন মোল্লা ওরফে নিরবকে (২২) ৩ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। 

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক হিরন কুমার বিশ্বাস তাদের আদালতে হাজির করেন।

তিনি আসামি লিয়ন মোল্লা ওরফে নিরবের সাত দিনের রিমান্ড এবং দুই কিশোর আরাফাত (১৬) ও সিফাতের (১৬) স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত নিরবের তিন দিনের রিমান্ডের আদেশ দেন। বাকি দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড চলছে বলে জানায় আদালতসূত্র।  

রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৯ ডিসেম্বর দুপুর ১টা ৪৫ মিনিটে আসামি নিরব রুপালী ব্যাংকের জিনজিরা শাখায় গিয়ে নিরাপত্তারক্ষীকে পিছনে হাত দিয়ে হাঁটু গেড়ে বসে পড়তে বলে। এসময় কিশোর মো. আরাফাত ও মো. সিফাত ব্যাংকে প্রবেশ করে। তারা ব্যাংকে থাকা অন্যান্য গ্রাহক ও স্টাফদের পিস্তল দেখিয়ে বলে, “কেউ চিল্লাচিল্লি করবি না, সবাই আমাদের সামনে এসে পিছনে হাত রেখে হাঁটুগেড়ে বস, মাথা নিচের দিকে রাখ। আমরা কারও ক্ষতি চাইনা, আমাদের কাজে কেউ বাধা দেওয়ার চেষ্টা করবি না, আমাদের কাজ শেষ করে চলে যাব, কেউ চালাকি করলে তাকে গুলি করে মেরে ফেলব।

তখন ব্যাংকের অন্যান্য স্টাফ ও গ্রাহকরা জীবনের ভয়ে আসামিদের সামনে এসে পিছনে হাত দিয়ে হাঁটুগেড়ে বসে পড়েন।

আবেদনে আরও বলা হয়, আসামি নিরবের সঙ্গে কিশোর আরাফাত ও সিফাত ব্যাংকের সবাইকে ভয়রীতি দেখিয়ে ব্যাংকের ভল্টের চাবি চায়। স্টাফ ও গ্রাহকদের জিম্মি করে ব্যাংকে রক্ষিত ১৮ লাখ টাকা নিয়ে পালানোর সময় তারা আটক হয়।

প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আসামিদের এ ঘটনায় জড়িত থাকার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এবং এর আসল উদ্দেশ্য কী, তা জানার জন্য তাদের রিমান্ড ও জেলহাজতে আটক রাখা দরকার।

এদিন আদালতে আসামিদের পক্ষে কোনও আইনজীবী ছিলো না বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক হিরন কুমার বিশ্বাস।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে রাখে। পরে তাদের চারপাশ থেকে ঘিরে ফেললে ডাকাত দলের তিন সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ওই ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার লিয়ন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমুরিয়া গ্রামের বাসিন্দা কবির মোল্লার ছেলে। দুই কিশোরের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায়। লিয়ন পেশায় গাড়িচালক। বাকি দুজনের একজন সপ্তম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত