কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পড়ে মাটি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় দুই শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী জানান, শুক্রবার বেলা ১১ টার দিকে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১২ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত মো. ছৈয়দ উল্লাহ (১০) উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকের ইমাম হোসেনের ছেলে।
এসময় উদ্ধার করা হয়, উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ তৈয়বের ছেলে সৈয়দ নূর (১৫) এবং একই ক্যাম্পের এ-৩ ব্লকের মো. জুনায়েদ এর ছেলে এনায়েত রহমানকে (৬)।
স্থানীয়দের বরাতে খন্দকার ফজলে রাব্বী বলেন, সকালে একটি খাড়া পাহাড়ের খাদের নিচে স্থানীয় কিছু শিশু-কিশোর খেলছিল। এক পর্যায়ে পাহাড়ের চুঁড়া থেকে বড় এক খণ্ড মাটি আকস্মিক ধসের ঘটনা ঘটে। এতে তিন শিশু মাটি চাপা পড়ে।
“ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। মাটি সরিয়ে আরও দুই শিশুকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। তারা বর্তমানে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”
এপিবিএনের পুলিশ সুপার বলেন, “রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের পাহাড়গুলো বেলে মাটি প্রকৃতির। তাছাড়া পাহাড়গুলোতে এখন কোনও গাছ নেই। তাই পানি ধরে রাখার ক্ষমতা না থাকায় হয়তো শুষ্ক মৌসুমে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে।”
নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান খন্দকার ফজলে রাব্বী।