Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

জাকের-শামীম পাক ‘স্পিরিট অব ক্রিকেট’ অ্যাওয়ার্ড : বিশপের চাওয়া

ম্যাককয় চোট পাওয়ায় তৃতীয় রান নেননি জাকের ও শামীম। ছবি : এক্স
ম্যাককয় চোট পাওয়ায় তৃতীয় রান নেননি জাকের ও শামীম। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। তাও ৩-০ ব্যবধানে। সিরিজের পাশাপাশি বাংলাদেশ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের হৃদয়ও। এতটাই যে ইয়ান বিশপের মতো তারকা বাংলাদেশের দুই ক্রিকেটারকে আইসিসির ‘স্পিরিট অব ক্রিকেট’ অ্যাওয়ার্ড দেওয়ার জন্য জানালেন আর্জি।

তৃতীয় টি-টোয়েন্টিতে ওবেড ম্যাককয় বাউন্ডারির কাছে একটি ক্যাচ নিতে গিয়ে পড়েছিলেন ইনজুরিতে। জাকের আলী ও শামীম হোসেন দৌড়ে ততক্ষণে নেন ২ রান। তৃতীয় রানটাও হতে অনায়াসে। কিন্তু ম্যাককয়কে আহত হতে দেখে ক্রিজের অপর প্রান্তে থাকা শামীমকে হাত উঁচিয়ে থামান জাকের। শামীমও ব্যাপারটা বুঝতে পেরে রান নেননি আর।

ভদ্রলোকের খেলা ক্রিকেটে বাংলাদেশি দুই ব্যাটারের এমন আচরণে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ও বিখ্যাত ধারাভাষ্যকার ইয়ান বিশপ। ‘এক্স’-এ তিনি লিখেছেন, ‘‘২০২৪ সালে যদি আইসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয় তাহলে আমি পরামর্শ দিব সেই মুহুর্তটা বেছে নিতে যখন তৃতীয় টি-টোয়েন্টিতে আউটফিল্ডে ম্যাককয়কে চোট পেতে দেখে তৃতীয় রান নেয়নি জাকের ও শামীম।’’

এই ম্যাচেই অবশ্য জাকেরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছিলেন শামীম। শুরুতে নিজে আউট হয়েছেন ভেবে ক্রিজ ছেড়ে প্যাভিলিয়নে চলে যান জাকের। পরে টিভি রিপ্লে দেখে তাকে ফিরিয়ে আনেন আম্পায়ার! ৪১ বলে ৭২ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচের নায়ক জাকেরই।

৩-০’তে সিরিজ জয়ে বড় অবদান আছে বোলারদেরও। তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তিন বারই অলআউট করেছে তারা। মানে বাংলাদেশ নিয়েছে ৩০ উইকেট। তিন ম্যাচের সিরিজে যা বিশ্ব রেকর্ড। এর আগে কোনো দল নিতে পেরেছে সর্বোচ্চ ২৯ উইকেট। এ বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত