দুই চাকার বাহন ভেসপা জনপ্রিয় হওয়ার দিনে ২০১২ সালে দেশে প্রথম ক্লাব চালু হয় অনলাইনে। সেই উদ্যোগের এক যুগ হয়ে গেছে।
২০ ও ২১ ডিসেম্বর ভেসপা ক্লাব বাংলাদেশের এক যুগ পূর্তিতে গোটা দেশ থেকে ভেসপাপ্রেমীরা জড়ো হয়েছিল। কুমিল্লার ব্র্যাক লার্নিং সেন্টারে ‘বাংলাদেশ ভেসপা ডেজ ২০২৪’ শিরোনামে ছিল বিশেষ অনুষ্ঠান।
এছাড়াও বিশেষ আকর্ষণে ছিল ১০০ জনের নিজ পছন্দের ভেসপা বাহন নিয়ে রাইড। কেন্দ্রীয় শহীদ মিনার হতে সকাল সাড়ে ৭টায় এই রাইড শুরু হয়।
ক্লাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লায় এই অনুষ্ঠানের উদ্বোধন হয়।
আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য ছিল সুভেনির, সনদ এবং পুরস্কার। সাংস্কৃতিক আয়োজন এবং র্যাফেল ড্র পর্বও রাখা হয় ভেসপা ক্লাবের এক যুগ পূর্তিতে।
পিয়াজিও কোম্পানির হাত ধরে ১৯৪৬ সালে ভেসপার চলা শুরু। বাংলাদেশে ৬০-এর দশকের গোড়া থেকে ভেসপা দেখা যায়। ৭০, ৮০ এবং ৯০ -এর দশকে দেশে তরুণদের কাছে ভীষণ জনপ্রিয় হতে শুরু করে এই ভেসপা।
ভেসপা ক্লাব বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে ২০২২ সালে ভেসপা ওয়ার্ল্ড ক্লাবের সঙ্গে যুক্ত হয়।