Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

বিল ক্লিনটন হাসপাতালে

বিল ক্লিনটন
বিল ক্লিনটন
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার তাকে ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে এনবিসি নিউজ।

সাবেক এই প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল ইউরেনা বলেন, “প্রচণ্ড জ্বর নিয়ে তাকে মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, তাকে এখন পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।”

এখন পর্যন্ত বিল ক্লিনটনের মানসিকভাবে ভালো আছেন এবং যে সেবা পাচ্ছেন তার জন্য চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি, বলেন অ্যাঞ্জেল।

আরেকটি সূত্রের বরাত দিয়ে ফার্স্ট পোস্ট বলছে, বিল ক্লিনটনের অবস্থা গুরুতর নয়। তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।

৭৮ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট শারীরিকভাবে বেশ সবল। সবশেষ মার্কিন নির্বাচনে তাকে নিয়মিত ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে প্রচার চালাতে দেখা গেছে। গত ২১ আগস্ট ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনেও বক্তব্য দিয়েছিলেন তিনি।

দুই দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর ২০০১ সালে হোয়াইট হাউজ ছাড়েন ক্লিনটন। এরপর এ নিয়ে চতুর্থ বারের মতো হাসপাতালে ভর্তি হতে হলো তাকে।

এর আগে ২০০৪ সালে নিউ ইয়র্কের একটি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছিল, ২০১০ সালে তার ধমনীতে পরানো হয় স্টেন্ট। এছাড়া ২০২১ সালে ইউরোলজিক্যাল সংক্রমণ রক্তে ছড়িয়ে পড়লে তাকে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত