Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

কর্ণফুলী নদীতে নেমে ২ কিশোর নিখোঁজ

ss-kaptai-karnaphuli-river-24122024
[publishpress_authors_box]

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই কিশোর নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই কিশোরের নাম প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। এদের মধ্যে শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র, সে নগরীর সদরঘাট নালাপাড়া জিদান দত্তের ছেলে। আরেক নিখোঁজ প্রিয়ন্ত দাশ তার মামাতো ভাই বলে জানা গেছে।

নিখোঁজ কিশোরদের বন্ধু সালমান আহমেদ জানান, তারা ৯ জন এক সঙ্গে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশনঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাই ভ্রমণে গিয়েছিল। কর্ণফুলী নদীর সীতার ঘাট এলাকায় পৌঁছলে তাদের জন্য চারজন গোসল করতে নামে।  কিছুক্ষণ পর দুজন পানি থেকে উঠলেও প্রিয়ন্ত ও শাওন কর্ণফুলী নদীতে তলিয়ে যায়।

দুপুর দেড়টার দিকে নদীতে নেমে দুই তরুণ তলিয়ে গেলেও এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, তরুণদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত