Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
ফেডারেশন কাপ

চট্টগ্রাম আবাহনীর জালে মোহামেডানের ৬ গোল

চট্টগ্রাম আবাহনীকে বিধ্বস্ত করার পর মোহামেডানের উচ্ছ্বাস। ছবি: বাফুফে
চট্টগ্রাম আবাহনীকে বিধ্বস্ত করার পর মোহামেডানের উচ্ছ্বাস। ছবি: বাফুফে
[publishpress_authors_box]

ফেডারেশন কাপে আরও উজ্জ্বল মোহামেডান। বিপরীতে চট্টগ্রাম আবাহনী আরও নিষ্প্রভ হচ্ছে।

যে দলের সামনেই পড়ুক না কেন, খড়কুটোর মতো উড়ে যাচ্ছে চট্টগ্রামের দলটি। মঙ্গলবার ফেডারেশন কাপে মোহামেডান ৬-০ গোলে বিধ্বস্ত করেছে তাদের। দুই ম্যাচে সব মিলিয়ে ৯ গোল ঢুকেছে চট্টগ্রাম আবাহনীর জালে।

বসুন্ধরা কিংস অ্যারেনাতে মোহামেডানের আধিপত্য ছিল শুরু থেকেই। ১০ মিনিটে প্রথম গোছালো আক্রমণ থেকে মোহামেডানকে এগিয়ে নেন ইমানুয়েল সানডে। বক্সে আরিফের পাস প্রথম টাচে নিয়ন্ত্রণ নিয়ে জটলার ভেতর থেকে করেন গোল।

মোহামেডানের ফুটবলারদের উল্লাস। ছবি: বাফুফে

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সুলেমান দিয়াবাতে। মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন আরিফ। ডানে অরক্ষিত দিয়াবাতেকে বল দিলে আলতো টোকায় বল পাঠিয়ে দেন জালে।

৪০ মিনিটে অবিশ্বাস্য মিস করেন দিয়াবাতে। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা জিসানের ক্রসে গোলকিপার স্লাইড করায় ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি আরিফ। বল গোলকিপারের গায়ে লেগে চলে যায় দিয়াবাতের পায়ে। গোলমুখ থেকে উড়িয়ে মারেন তিনি!

এর একটু পরই দিয়াবাতেকে মাঠে পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন মোহামেডান অধিনায়ক।

দুর্দান্ত ফুটবল খেলেছে মোহামেডান। ছবি: বাফুফে

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক মোহামেডান। ৫২ মিনিটে রাফির থ্রো ইনের পর জিসানের আড়াআড়ি ক্রসে হেডে গোল করেন আরিফ। ৬৮ মিনিটে বক্সে ঢুকে নিখুঁত টোকায় স্কোরলাইন ৪-০ করেন জিসান। ৭৭তম মিনিটে আরিফের ক্রস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে দারুণ টোকায় গোল করেন সৌরভ দেওয়ান (৫-০)। জুয়েল মিয়া ষষ্ঠ গোল করলে মোহামেডানকে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত