বড়দিনের উদযাপন শুরু হয়ে গেছে গোটা বিশ্বেই। ক্রিসমাস ট্রি এই উৎসবে সবার মধ্যমনি হয়ে ওঠে। আলো আর উপহারে ক্রিসমাস ট্রি সাজাতে ঘরের কনিষ্ঠ থেকে বয়স্ক সদস্যও চঞ্চল হয়ে ওঠেন।
কিন্তু ঘরের কোন দিকে ক্রিসমাস ট্রি রাখা যায়?
যারা বাস্তুশাস্ত্র মানেন, তাদের জন্য ক্রিসমাস ট্রি সাজাতে ইয়াহু ডটকম বাতলে দিচ্ছে এর সমাধান।
বাস্তুশাস্ত্রের মূল নীতি হলো ঘরে শুভ শক্তির ভারসাম্য ধরে রাখা; ঘরের নকশা, আসবাব সব মিলিয়ে ঘরে যেন আনন্দের অনুভূতি ছড়িয়ে থাকে। ঘরে ক্রিসমাস ট্রি থাকা মানে সব নেতিবাচক শক্তি তাড়িয়ে শুভ শক্তিকে স্থায়ী করা। একটি ক্রিসমাস ট্রি ঘরে থাকলে প্রকৃতি আর ঘরের মধ্যে বিশেষ যোগাযোগও গড়ে ওঠে।
পূর্ব দিশায় রাখুন ক্রিসমাস ট্রি
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে ক্রিসমাস ট্রি পবিত্রতার প্রতীক। তাই এই উৎসবমুখর পরিবেশে ক্রিসমাস ট্রি ঘরের পূর্ব দিকে রাখা হলে পরিবারের সবার মধ্যে তা ভারসাম্য ডেকে আনবে।
ক্রিসমাস ট্রি ঘরের উত্তর-পূর্ব কোণে রাখা হলে সবার মধ্যে শক্তি, আশা, শান্তি, দয়ালু মন এবং সুস্থতা বজায় থাকবে। এই অবস্থানে রাখা ক্রিসমাস ট্রি পরিবারের সবার নেতিবাচক অনুভূতিগুলি তাড়িয়ে দিতে সহায়ক হয়ে ওঠে।
প্রবেশমুখে ক্রিসমাস ট্রি নয়
ঘরে ঢোকার দরজার কাছে অথবা সামনে ক্রিসমাস ট্রি রাখা ঠিক হবে না। এতে করে ঘরে শুভ শক্তির আগমন বাধাপ্রাপ্ত হয় বলে মনে করা হয়।
মোম জ্বালিয়ে রাখুন
ক্রিসমাস ট্রি সাজানো বড়দিনের বড় আনন্দ হয়ে ওঠে। ক্রিসমাস ট্রির চারদিকে মোমবাতি বসিয়ে দিন। মোম জ্বালিয়ে রাখলে ওই আলোতে ঘর আরও উজ্জ্বল হয়ে উঠবে। সুগন্ধি মোম জ্বালিয়ে দিলে পুরো ঘরে এই সৌরভ দীর্ঘক্ষণ ছড়িয়ে থাকবে। তাতে সবার মনে শান্ত অনুভূতির রেশ থাকবে সবসময়।
সাজিয়ে নিন ক্রিসমাস ট্রি
বাতি, তারা, নানা রকম বাক্স নিয়ে ক্রিসমাস ট্রি সাজিয়ে ঘরে রাখতে দেখতে আলাদা রকমের সুন্দর লাগে। ক্রিসমাসের গৃহসজ্জায় সোনালী, লাল এবং সবুজের সমন্বয় করা ভালো। কারণ এসব রঙ সমৃদ্ধি, জীবনীশক্তি এবং আনন্দের প্রতীক। ক্রিসমাস ট্রির সঙ্গে লাল রিবন, সোনালী মুদ্রা ঝুলিয়ে দেয়া যায়। অনেকে মানেন, এতে করে আর্থিক কষ্ট থেকে মুক্তি মেলে। রেশমি রিবন দিয়েও ক্রিসমাস ট্রি সাজানো যায়; তাতে সুমধুর অনুভূতি বয়ে বেড়ায় ঘরে।
ঘণ্টা বেঁধে দিন
ক্রিসমাসের গৃহসজ্জায় ঘণ্টা না হলে সবকিছু যেন অসম্পূর্ণ থেকে যায়। বাস্তুশাস্ত্র বলছে, ঘণ্টার আওয়াজ পুরো বাড়িতে নতুন স্পন্দন জাগিয়ে তোলে। ঘরের সব অশুভ পরিবেশ এই ঘণ্টার আওয়াজে দূর হয়ে যায়।
আলোয় ভরা ক্রিসমাস ট্রি
ক্রিসমাস ট্রি মানেই আলো দিয়ে সাজাতে হবে। মোলায়েম আলোতে ঘরোয়া পরিবেশ জমে উঠবে। বাস্তুশাস্ত্র বলছে, লাল ও হলুদ আলো দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো শুভ। কড়া আলো এড়িয়ে চলাই উত্তম।
তারায় তারায় সাজানো ক্রিসমাস ট্রি
ক্রিসমাস ক্রি সাজাতে তারা ঝুলিয়ে দিতে ভালো লাগে সবার। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এই তারা আলোকিত পথের মতো এবং ঈশ্বরের নির্দেশনার প্রতীক। ক্রিসমাসের ট্রির চূড়ার একটি তারা বসানো হয় তাই। আকাঙ্ক্ষার প্রতীক এই তারা অনুসারীদের মনে শক্তি দেয়।
বাস্তুশাস্ত্র মনে ক্রিসমাসের সময় ঘরে আনন্দময় পরিবেশ বজায় রাখতে ধারালো কোনো কিছু দিয়ে ঘর সাজানো ঠিক হবে না। গোলাকার বস্তু দিয়ে সাজালে ঘরে সৌন্দর্য ও শুভ শক্তির ভারসাম্য ধরে রাখা যাবে।