Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

সম্পর্কের সুর বিনির্মাণে মিউজিক্যাল ওয়েবফিল্ম ‘জলরঙের ফড়িং’

Jolronger Foring
[publishpress_authors_box]

নির্মিত হয়েছে মিউজিক্যাল ওয়েবফিল্ম ‘জলরঙের ফড়িং’। শুভ্র খানের গল্পে খন্দকার হিমেলের পরিচালনায় নির্মিত ওয়েবফিল্মটি শিগগিরিই মুক্তি পাবে ওটিটি প্লাটফর্মে। একজন সিঙ্গেল মাদার ও নিঃসঙ্গ বেড়ে ওঠা সন্তানের মধ্যকার দুরত্ব নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। চলচ্চিত্রটিতে ব্যবহৃত হয়েছে পাঁচটি গান।

মিউজিক্যাল ওয়েবফিল্মটি প্রসঙ্গে নির্মাতা খন্দকার হিমেল বলেন, শুভ্র খানের লেখা গল্পটি প্রথমেই আকর্ষণ করেছিল। গানগুলোও লেখা ছিল। পড়ে মনে হয়েছিল এটি একটি মিউজিক্যাল ওয়েবফিল্ম হতে পারে। আমাদের এই উত্তরাধুনিক সময়ে পারিবারিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে উঠছে, সম্পর্কের সুরগুলো কেটে যাচ্ছে সে সুর ফিরিয়ে আনার গল্পই জলরঙের ফড়িং। ওয়েবফিল্মটি এ জন্যই মিউজিক্যাল করা হয়েছে। এ গল্পের মুল বার্তাটি দিবে এর গানগুলো।”

চলচ্চিত্রটিতে বৈচিত্রময় অভিনয় শিল্পীর সন্নিবেশ ঘটেছে। এতে সিঙ্গেল মাদার চরিত্রে অভিনয় করেছেন আশির দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী শায়লা খান। তিনদশক ধরে কানাডা ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। মিউজিক্যাল ওয়েবফিল্ম ‘জলরঙের ফড়িং’-এর প্রযোজকও তিনি।

শায়লা খান বলেন, “প্রবাসে থাকলেও সবসময় দেশিয় সংস্কৃতির সাথেই যুক্ত ছিলাম। সাংগঠনিকভাবে, ব্যাক্তিগতভাবে একজন শিল্পী হিসেবে কাজ করে গেছি। তাই যখনই দেশে ফিরেছি, দেশের পর্দায় হাজির হওয়ার তাড়নাটাও অনুভব করেছি। ‘জলরঙের ফড়িং’ অসম্ভব সুন্দর একটি গল্প। নির্মাতার বলার ধরণটিও ভিন্ন, খুব কম সংলাপ ছিল, বেশ কিছু গান এতে ব্যাবহার করা হয়েছে। সংলাপ বলা ও অভিনয়ের স্বাধীনতা ছিল। আশা করছি, এই সময়ের দর্শকরা নাটকটি পছন্দ করবেন।”

‘জলরঙের ফড়িং’ ওয়েবফিল্ম এর একটি দৃশ্য

ওয়েবফিল্মটিতে তার সন্তানের চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সুপ্রতীম রায়। বাংলাদেশের পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে তার। পশ্চিমবঙ্গে সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেতার ‘আবার আসিবো ফিরে’ চলচ্চিত্রটি। এছাড়াও চলচ্চিত্র ‘বড়বাবু’, ‘আকরিক’, ‘কিশোর কুমারের বায়োপিক’-এ কিশোর কুমারের চরিত্রে অভিনয় করেন তিনি। বর্তমানে দু’টি মালায়লাম সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। চলচ্চিত্র দু’টিতে অভিনয়ের প্রয়োজনে বর্তমানে কেরালায় অবস্থান করছেন এ অভিনেতা।

‘আবার আসিবো ফিরে’ চলচ্চিত্রটির মাধ্যমে টলিউডে সম্প্রতি অভিষেক ঘটে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রানার আপ (২০১৭) বিজয়ী মডেল ও অভিনেত্রী সঞ্চিতা দত্তের। চলচ্চিত্রটিতে সহশিল্পী হিসেবে পেয়েছিলেন সুপ্রতীম রায়কে। এবার তার বিপরীতে ‘জলরঙের ফড়িং’-এ দেখা যাবে তাকে। চলচ্চিত্রটিতে অভিনয়ের পাশাপাশি গানও করেছেন গুণী এ শিল্পী।

তিনি বলেন, “এ ওয়েবফিল্মটা আমার কাছে বিশেষ, কারণ এর গল্পটা ভালো লেগেছে। চরিত্রটাও চ্যালেঞ্জিং ছিল। আর এ চলচ্চিত্রে আমি ‘জলরঙের ফড়িং’ নামে একটি গান গেয়েছি। এর আগে আমি কখনো গান নিয়ে দর্শকের সামনে আসিনি। তাই এ চলচ্চিত্রটা আমার জন্য বিশেষ অপেক্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে।”

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন এনামুল হক সোহেল। মেকআপ করেছেন খলিলুর রহমান। সম্পাদনা করেছেন কাউসার আহমেদ প্রান্ত। শুভ্র খানের কথায় ও শান্ত শানের সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, সঞ্চিতা দত্ত ও শান। দু’টি বাউল গান গেয়েছেন বাউল রহমত শাহ।

নির্মাতা জানান, খুব শিগগিরই একটি ওটিটি প্লাটফর্মে ওয়েবফিল্মটি প্রচারিত হতে যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত