Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

ডুয়া লিপার বাগদানের গুঞ্জন

Dua Lipa feature final 2.0
[publishpress_authors_box]

বিয়ে করতে যাচ্ছেন আলবেনীয় বংশদ্ভুত ব্রিটিশ পপ সঙ্গীত শিল্পী ডুয়া লিপা। গুঞ্জন চলছে, প্রেমিক হ্যারি পটার অভিনেতা ক্যালাম টার্নারকে বিয়ে করতে যাচ্ছেন এই গ্র্যামীজয়ী তারকা। ইন্সটাগ্রাম পোস্টে তেমন আভাস দিলেন এই সঙ্গীত শিল্পী।

২০২৪ এর জানুয়ারিতে রোমান্টিক সম্পর্কে আবদ্ধ হন দুয়া-ক্যালাম জুটি। তাই আসছে বছরে নিজেদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়া নিতে চান তারা।

গুঞ্জনের শুরু ডুয়া লিপার এক ইন্সটাগ্রাম পোস্ট থেকে। এই পপ সেনসেশন ইন্সটাগ্রামের এক পোস্টে বেশ কিছু ছবি আপলোড করেন। তার একটিতে দেখা যায় তার হাতের অনামিকায় এক বিশাল আংটি। ভক্তদেরও চোখ এড়িয়ে যায়নি ছবির এই বিষয়টি। সবাই ধরে নিয়েছে এটা বাগদানের আংটি।

ছবি-দুয়া লিপার ইন্সটাগ্রাম হ্যান্ডেল

পোস্টের ক্যাপশনে ডুয়া লিপা লেখেন, “বড়দিনের ছুটিতে বাড়িতে। সবার জন্য অনেক ভালোবাসা।”

ডুয়া-ক্যালামের ঘনিষ্ঠ একটি সূত্র দ্য সান কে জানিয়েছে, “ডুয়া আর ক্যালাম একে অপরের প্রেমে দারুণভাবে মজে আছে। যেন এই প্রেম চিরজীবনের। বছরটা ডুয়ার জন্য ছিল ক্যারিয়ার সেরা। পুরো সময়টি ক্যালাম ডুয়াকে সমর্থন দিয়ে গেছে, পাশে থেকেছে। দুজনকে নিয়ে তাদের পরিবার আর বন্ধুরাও অত্যন্ত খুশি। এবারের ক্রিসমাস তাদের জন্য অসাধারণ ছিল।”

গত মাসেই ‘হ্যারি পর্টার’ তারকা ক্যালামের সঙ্গে পরিণয়ের ব্যাপারে খোলামেলা কথা বলেন ডুয়া লিপা। রোলিং স্টোন-কে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রেমিক যদি তারকা হয়, তার সঙ্গে ডেটিং খুব সহজ বিষয় নয়।”

এ বছরের মার্চে ব্রিট অ্যাওয়ার্ডস-এ অংশ নেন ডুয়া লিপা। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার পথে প্রেমিক ক্যালামের সঙ্গে দেখা যায় তাকে। সেই মুহূর্তটি নিয়ে হার্পার বাজার লিখেছিল- “অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়ির পেছনে একসঙ্গে ছবি তোলে তারা। এ সময় দুজনের ঠোঁটে লেগে ছিল হাসি। ডুয়া পরেছিলেন মেরুন রঙের লেদার জ্যাকেট, আর ক্যালাম পরেছিলেন কালো বম্বার জ্যাকেট এবং জিন্স।”

ছবি-শিল্পীর ইন্সটাগ্রাম হ্যান্ডেল

তবে ডুয়া লিপার বাগদানের খবরে ভক্তদের অনেকেই বিস্ময় প্রকাশ করেন। সামাজিক যোগাযোগে তার এক ভক্ত লিখেছেন, “ কী! ডুয়া লিপা বিয়ে করতে যাচ্ছে?”

আরেকজন লিখেছেন, “আমি খুব খুশি আমার প্রিয় তারকার জন্য! এটা তার প্রাপ্য! আমি আবেগ ধরে রাখতে পারছি না!”

অন্যদিকে অসংখ্য হৃদয় ভাঙা ইমোজি দিয়ে মজার ছলে এক ভক্ত লিখেছেন, “এটা তো আমার আর ডুয়া লিপার হবার কথা ছিল।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত