Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

নীড়-সাগরে আশার ভেলা

সরাসরি প্যারিস অলিম্পিকে জায়গা করে নেন সাগর ইসলাম।
সরাসরি প্যারিস অলিম্পিকে জায়গা করে নেন সাগর ইসলাম।
[publishpress_authors_box]

শেষ হতে চলেছে ২০২৪ সাল। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এ বছর। বাংলাদেশ প্রথমবার পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করেছে তাদেরই মাটিতে।  সকাল সন্ধ্যার ধারাবাহিক বর্ষ পরিক্রমায় ফিরে দেখা যাক বাংলাদেশের অলিম্পিক আর অন্য খেলাগুলো।

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল সিন নদীতে। পুরো বিশ্ব অনেক দেশ নিজস্ব নৌকা না পেলেও মাত্র ৫ জন অলিম্পিয়ান নিয়েও নিজেদের নৌকা পেয়েছে বাংলাদেশ। এবার অলিম্পিকে বাংলাদেশের পতাকাবাহক ছিলেন আর্চার সাগর ইসলাম ও সাঁতারু সোনিয়া ইসলাম।

সরাসরি অলিম্পিকে আর্চার সাগর

অলিম্পিকে বাংলাদেশ থেকে যোগ্যতা অর্জন করে সরাসরি খেলেছেন কেবল তিনজন, অন্যরা খেলেছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। ২০১৬ রিও অলিম্পিক গলফার সিদ্দিকুর রহমানের পর ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি সুযোগ পান আর্চার রোমান সানা।

তাদের পথ ধরে ২০২৪ প্যারিস অলিম্পিকে সরাসরি জায়গা করে নেন আরেক আর্চার সাগর ইসলাম। তুরস্কের আনতালিয়ায় অলিম্পিক কোটা প্লেস টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে সরাসরি প্যারিসে অংশ নেওয়ার ছাড়পত্র পান তিনি।

প্যারিসে সাগরের প্রতিপক্ষ ছিল গত অলিম্পিকের রুপাজয়ী আর্চার ইতালির মাউরো নেসপোলি। ৩০-২৭, ২৭-২৬, ২৮-২৫ সেটে হেরে প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হয় তাকে। ৬৪ জন আর্চারের মধ্যে ৪৫তম হন সাগর।

অলিম্পিকে সেই হতাশার গল্প

১০ মিটার এয়ার রাইফেলে সরাসরি অলিম্পিকে সুযোগ পেতে দরকার ছিল ৬২৮.৩ পয়েন্ট। রবিউল ইসলাম বাছাইপর্বে পেছনে ছিলেন মাত্র ০.৩ পয়েন্ট। তবে খেলেছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। ১০ মিটার এয়ার রাইফেলে ৬ রাউন্ডে মোট ৬২৪.২ পয়েন্ট অর্জন করে ৪৯ জন শুটারের মধ্যে রবিউল ইসলামের অবস্থান ছিল ৪৩তম।

১০০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান দৌড় শেষ করেন ১০.৭৩ সেকেন্ডে। ৪৬ জন স্প্রিন্টারের মধ্যে তার অবস্থান ছিল ২৪তম।

রবিউলের মতো হতাশ করেছেন অন্যরাও। ১০০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান দৌড় শেষ করেন ১০.৭৩ সেকেন্ডে। ৪৬ জন স্প্রিন্টারের মধ্যে তার অবস্থান ছিল ২৪তম। পরে ইমরানুর জানান চোট নিয়ে খেলতে বাধ্য করা হয়েছিল তাকে!

পুরুষদের ১০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে ৭৯ জন সাঁতারুর মধ্যে সামিউল ইসলামের অবস্থান ছিল ৬৯তম। নারীদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ৩০.৫২ সেকেন্ডে ৭৯ জন প্রতিযোগীর মধ্যে সোনিয়া খাতুনের অবস্থান ছিল ৬৪তম।

সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার নীড়

এ বছর জুলাইয়ে মাত্র ১৪ বছর বয়সে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন মনন রেজা নীড়। সেখানেই থেমে না থেকে হাঙ্গেরিতে ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন নারায়ণগঞ্জের এই কিশোর। ১৪ বছর ৩ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়ে তিনি ভাঙেন নিয়াজ মোর্শেদের রেকর্ড।

উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ১৫ বছর পাঁচ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন। আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন। ২৪৫০’র বেশি রেটিং পয়েন্ট থাকা মনন দুটি নর্ম নিয়ে খেলতে যান হাঙ্গেরিতে। সেখানে অর্জন করেন তৃতীয় নর্মটি।

১৪ বছর ৩ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়ে নীড় ভাঙেন নিয়াজ মোর্শেদের রেকর্ড।

এছাড়া বছরের শেষ দিকে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে পঞ্চম রাউন্ডে অস্ট্রিয়ার গ্র্যান্ডমাস্টার হোরভাথ ডোমিনিককে আর নবম রাউন্ডে হারান জার্মানির গ্র্যান্ডমাস্টার ডেনিস ওয়াগনারকে।

অন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান এই বছর পেয়েছেন একটি গ্র্যান্ডমাস্টার নর্ম পেয়েছেন। আরও দুটি নর্ম ও ২৫০০ রেটিং স্পর্শ করলে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে গ্র্যান্ডমাস্টার হতে পারবেন ফাহাদ।

ইনডোর অ্যাথলেটিক্সে সাফল্য

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেন জহির রায়হান। ৪০০ মিটার দৌড়ে জহির সবাইকে চমকে দিয়ে জিতেন রুপা। তেহরানে অনুষ্ঠিত ফাইনালে জহিরের টাইমিং ছিল ৪৮.১০ সেকেন্ড। প্রথম হওয়া ইরানের অ্যাথলেট সাজ্জাদ আঘাইয়ের টাইমিং ৪৭.৯৫।

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এটি বাংলাদেশের দ্বিতীয় পদক। গত বছর ৬০ মিটার স্প্রিন্টে সোনা জেতেন ইমরানুর রহমান।

এছাড়া এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে হাইজাম্পার মাহফুজুর রহমান জিতেছিলেন ব্রোঞ্জ। মালয়েশিয়ার পাহাংয়ে দারুল মাকমুর খাতুন স্টেডিয়ামে ২.১০ মিটার লাফিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেন তিনি।

হকিতে যুব বিশ্বকাপ

হকির যে কোন পর্যায়ে প্রথমবার বিশ্বকাপ খেলার গৌরব অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। ওমানে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে পঞ্চম হয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ। 

মাসকাটে ১০ দল নিয়ে জুনিয়র এশিয়া কাপে ছেলেদের বিভাগে খেলা শুরু হয় ২৬ নভেম্বর। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হারে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ ২-২ গোলে ড্র করে শক্তিশালী মালয়েশিয়ার সঙ্গে। চতুর্থ ম্যাচেও ১–১ ড্র চীনের সঙ্গে। এরপর থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

বিশ্বকাপ নিশ্চিত করা যুব হকি দল।

ওমান থেকে ফেরা দলটির জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তাতে দলের ১৮ খেলোয়াড় ও ৩ কোচ–কর্মকর্তার প্রত্যেকে পাবেন মাত্র ২৪ হাজার টাকার মতো।

এছাড়া বছরের শেষ দিকে ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ১৫টিরও বেশি দেশের শাটলাররা অংশগ্রহণ করেন। প্যারিস অলিম্পিকে খেলা ইউক্রেনের শাটলার পলিনা চ্যাম্পিয়ন হন মেয়েদের এককে।

আর্চারিতে রোমানের অবসর ও ফেরা

বাংলাদেশের আর্চারির মুখ হয়ে ওঠা রোমান সানা হঠাৎই মার্চে দিয়েছিলেন অবসরের ঘোষণা। ফেডারেশনের বিপক্ষে ছোঁড়েন অভিযোগের তীর। পরে অবশ্য অবসর ভেঙে ফিরেও আসেন রোমান।

ফেব্রুয়ারিতে এশিয়া কাপ স্টেজ-১ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আর্চারিতে দলগত বিভাগে দুটি রুপা জেতে বাংলাদেশ।

৪২ ফেডারেশনের সভাপতি অপসারণ

ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর বদলে যায় ক্রীড়াঙ্গনও।

একযোগে অব্যাহতি দেওয়া হয় ৪২ ফেডারেশনের সভাপতিকে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসঙ্গে এত সভাপতি বাদ দেওয়ার ঘটনা এবারই প্রথম। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা-বিভাগীয় ও উপজেলা ক্রীড়া সংস্থাও বিলুপ্ত ঘোষণা করে। ফেডারেশন সভাপতিদের মতো স্থানীয় ক্রীড়া প্রশাসনেও রাজনৈতিক ব্যক্তিরা থাকাতেই এই সিদ্ধান্ত।

জিয়া, আতিক ও সাদিয়ার চলে যাওয়া

খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন জিয়া।

খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৫ জুলাই জাতীয় দাবায় এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলার সময় লুটিয়ে পড়েছিলেন জিয়া।

হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি। দাবা ফেডারেশন থেকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাঁর জ্ঞান ফেরাতে পারেননি। জিয়ার মৃত্যু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় ধাক্কা।

এছাড়া কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী শ্যুটার আতিকুর রহমান দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত জুলাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসএ গেমসে সোনাজয়ী শ্যুটার সাদিয়া সুলতানাও মানসিক অবসাদ থেকে মুক্তি খুঁজে নিয়েছেন পরপারে গিয়ে।

তারকাদের বিদায়ের বছরে নীড়-সাগরে ভেসেছে আশার ভেলা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত