Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

শহীদ আফ্রিদিও বাংলাদেশে, জানা গেল বিপিএল টিকিটের দাম

বিপিএলের টিকিট না ছাড়ায় বিক্ষোভ ভক্তদের। ছবি : সংগৃহীত
বিপিএলের টিকিট না ছাড়ায় বিক্ষোভ ভক্তদের। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

একদিন পরই শুরু বিপিএল। অথচ ২৪ ঘণ্টা আগেও টিকিট কোথায়, কীভাবে পাওয়া যাবে-জানাচ্ছিল না বিসিবি। এজন্য আজ (রবিবার) সকালে মিরপুরে বিক্ষোভও করেন ক্রিকেট ভক্তরা।

এরপর অবশ্য টিকিটের দাম ও পাওয়ার উপায় জানায় বিসিবি। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা দামের টিকিট কিনতে পারবেন দর্শক। টিকিট কেনা যাবে অনলাইন এবং ব্যাংকের মাধ্যমে।

সর্বনিম্ন ২০০ টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। আর সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য। বোলিং ও ব্যাটিংয়ের প্রান্ত স্টেডিয়ামের সাউথ ও নর্থ অংশের গ্যালারিগুলোতে টিকিটের দাম ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত।

টিকিট কেনা যাবে আজ (রবিবার) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগামীকাল (সোমবার) উদ্বোধনী ম্যাচের দিন টিকিট বিক্রি শুরু হবে সকাল ১০টা থেকে।

বিপিএল টিকিটের মূল্য 

* গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২০০০ টাকা

* গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২০০০ টাকা

* ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) : ১০০০ টাকা

*  ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) : ৮০০ টাকা

* ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) : ১০০০ টাকা

* ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড) : ৫০০ টাকা

* ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৫০০ টাকা

* সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা

* নর্দান গ্যালারি : ৩০০ টাকা

* ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

* ক্লাব হাউস সাউথ : শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) : ৬০০ টাকা

অনলাইনে টিকিট কেনা যাবে www.gobcbticket.com.bd থেকে। ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট বিক্রি হবে। শাখাগুলো হচ্ছে মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর আর পল্টনের ভিআইপি রোড।

এদিকে বিপিএলে চিটাগাং কিংস ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে শহীদ আফ্রিদিকে। আজ (রবিবার) ঢাকায় চলেও এসেছেন আফ্রিদি। তাদের অফিসিয়াল ফেইসবুক পেজে এক ভিডিও বার্তায় আফ্রিদি বাংলায় বললেন, ‘‘আমি বাংলাদেশে চলে এসেছি।’’

শহীদ আফ্রিদির জামাই শাহিন আফ্রিদিও এখন বাংলাদেশে। তিনি খেলবেন তামিমের দল বরিশালে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত