Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

খেলা হবে: আসছে ‘স্ক্যুইড গেইম’ এর তৃতীয় সিজন

স্ক্যুইড গেইম
২০২১ সালের সেপ্টেম্বরে স্ক্যুইড গেইম -এর প্রথম সিজন মুক্তি পায়।
[publishpress_authors_box]

সদ্য রিলিজ হওয়া স্ক্যুইড গেইম এর দ্বিতীয় সিজনের পোস্ট ক্রেডিট দেখেই আভাস পাওয়া গিয়েছিল তবে এবার নির্মাতা নিজেই নিশ্চিত করলেন কোরিয়ান এই সিরিজের আরেক সিজন।

জাস্ট জেরেড-এর সাথে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সিরিজটির নির্মাতা হোয়াং দং-হাইউক জানালেন তৃতীয় সিজনের শ্যুটিং শেষ এবং তারা আশা করেন আগামী বছরের জুন থেকে নভেম্বরের মাঝে যেকোন সময় তা মুক্তি দেয়া সম্ভব হবে

এই বছরের সবচেয়ে প্রত্যাশিত সিরিজগুলোর মধ্যে একটি স্ক্যুইড গেইম সিজন টু । ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি। এরপর থেকেই সিরিজটি রয়েছে আলোচনায়।

এবারও লি জাং-জে ধরা দিয়েছেন ‘প্লেয়ার ফোর হানড্রেড এন্ড ফিফটি-সিক্স’ হিসেবে।

দ্বিতীয় সিজন সাজানো হয়েছে ৭ পর্বে। সিরিজটির শেষ ভাগে তৃতীয় সিজন আসার বার্তা রেখেই শেষ করা হয়।
এর আগে দ্বিতীয় সিজনের পোস্টারের ট্যাগলাইনও ছিল, খেলা শেষ হবে না

২০২১ সালের সেপ্টেম্বরে স্ক্যুইড গেইম -এর প্রথম সিজন মুক্তি পায়। বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলে মুক্তির মাত্র ২৮ দিনে ১ দশমিক ৬ বিলিয়ন ঘণ্টা দেখে দর্শকরা। সে সময় টেলিভিশনের অস্কার খ্যাত এমিসহ বেশ কিছু পুরস্কারও পেয়েছিল সিরিজটি।

তিন বছর পর এলো দ্বিতীয় সিজন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত