Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

ক্রিকেটে টাকা ঢালুন, কনসার্টে নয় : তামিম

tamim
[publishpress_authors_box]

সোমবার থেকে শুরু বিপিএলের ‘নতুন’ আসর। অনেকদিক থেকেই এবারের আসরকে নতুন বলা হচ্ছে। নতুন সাজে সেজে উঠেছে মিরপুর স্টেডিয়ামও। তবে এত নতুনের ভিড়ে ক্রিকেট কি নতুন ভাবে দর্শকদের কাছে ধরা দেবে।

তামিম ইকবাল সেই প্রশ্ন সময়ের জন্য তুলে রাখলেন। কারণ তারাই ক্রিকেট খেলবেন। ভালো ক্রিকেট উপহার দিলে সময়ের সঙ্গে বিপিএলকে নতুন বলা হবে। ক্রিকেটের বাইরে এখন পর্যন্ত বিপিএল তামিমের কাছে কেমন হলো? উত্তর  ইতিবাচক নয়।

তামিম জানিয়েছেন বিপিএলকে ভালো করতে হলে ক্রিকেটে অর্থ বিনিয়োগ করতে হবে। ক্রিকেটের বাইরে নয়। এবারের বিপিএলে নতুন আয়োজন ঢাকা ও বাইরের দুই ভেন্যুতে কনসার্ট আয়োজন। ঢাকায় গান গেয়েছেন সঙ্গীতশিল্পি রাহাত ফাতেহ আলি খান। এক অনুষ্ঠানের জন্য তিন কোটির বেশি সম্মানী নিয়েছেন তিনি।

এ ব্যাপারটাই তামিমের মনপূত হয়নি। বিপিএল অন্যরকম বা নতুন বলতে শুধু কনসার্টটাই দেখেছেন। তাও “অতি খরুচে”। বাংলাদেশ ওপেনারের মতে কনসার্টের পেছনে টাকা খরচ না করে করে খেলাটার জন্যই বেশি বিনিয়োগ করা উচিত।

মিরপুরে সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।

নিজেদের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ ওপেনার বিপিএল নিয়ে বলেছেন, “সত্যি কথা বলতে আমি অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে ইনভেস্ট করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে নয়।”

বিপিএলে কনসার্ট অবশ্য নতুন কিছু নয়। ২০১২, ২০১৫ এবং ২০১৯ বিপিএলের আগেও বিদেশি শিল্পীদের পরিবেশনায় জমকালো কনসার্ট আর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।

ক্রিকেটের পেছনে অর্থ খরচের যুক্তি দিয়ে তামিম জানিয়েছেন, “ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি; তখন আমরা বলতে পারব যে এটা নতুন বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনো হয়েছে; দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, তবে আমি ছিলাম না দেশে।”

তামিম যোগ করেন, “কালকে ম্যাচে কী আছে আমাদের জন্য তা জানি না। তবে এতটুকু বলতে পারি, কেউ যদি আমার কাছে পরামর্শ চায়, আমি এতটুকু বলব যে যদি আপনি বিপিএল পরিবর্তন করতে চান; টুর্নামেন্ট ও ক্রিকেটে ইনভেস্ট করুন।”

তামিম অবশ্য মাঠের ক্রিকেটে নতুন কিছু করার দায়িত্ব দিলেন ক্রিকেটারদের ওপর। বাইরের যে কোন কিছু সংগঠক বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর নির্ভর করছে। কিন্তু মাঠে ক্রিকেটটা খেলতে হবে খেলোয়াড়দের। সেখানে তারা সফল হলে বিপিএলকে সত্যি নতুন মনে হবে তামিমের।

সাবেক বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, “ক্রিকেটটা কেমন হবে এটা নির্ভর করে খেলোয়াড়রা কেমন খেলছে তার ওপর। এটা তে আয়োজকদের হাতে কিছু থাকে না। তাদের হাতে থাকে সেরা ফ্যাসিলিটিজ দেওয়া, সেরা উইকেট দেওয়া, নিশ্চিত করা সেরা ধারাভাষ্যকার, ক্যামেরা ও টেকনোলজি যেটা এভেইলেবল, তা পাওয়া। তাঁরা এটা সিদ্ধান্ত নিতে পারবেন না আসলে খেলা দুইশো রানের হবে নাকি ৬০ রানের হবে। ওটার দায়িত্ব দল ও খেলোয়াড়দেরই নিতে হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত