Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

নিষিদ্ধ না হলে আওয়ামী লীগের ভোট করতে বাধা নেই : সিইসি

গত ২৪ নভেম্বর শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি সিইসি এ এম এম নাসির উদ্দীন। ছবি : সকাল সন্ধ্যা
গত ২৪ নভেম্বর শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি সিইসি এ এম এম নাসির উদ্দীন। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

তিনি বলেছেন, সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির আগামী নির্বাচনে অংশ নিতে বাধা নেই।

সোমবার চট্টগ্রাম বিভাগে কর্মরত নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই ত প্রকাশ করেন তিনি। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এই মতবিনিময় সভা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের একদিন আগে আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ নিয়ে মতামত দিলেন সিইসি।

ছাত্র-জনতার যে অভ্যুত্থানে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে রাজনীতিতে ‘অপ্রাসঙ্গিক’ করার ঘোষণা দেবেন মঙ্গলবার।

আওয়ামী লীগ নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি দল। ফলে ভোট করতে তার বাধা নেই। তবে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটি এখন দেশের রাজনীতির মাঠে নিষ্ক্রিয়।

আওয়ামী লীগকে পুনরায় সক্রিয় হতে দিতে বাধা দেওয়ার ঘোষণা রয়েছে জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তারা রিট আবেদন নিয়ে একবার আদালতে গেলেও পরে তা প্রত্যাহার করে নেয়।

অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করলেও মূল সংগঠন আওয়ামী লীগের বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। বিএনপিসহ বড় রাজনৈতিক দলগুলোও কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পক্ষেই অবস্থান জানিয়েছে।

অভ্যুত্থানের পর নির্বাচন কমিশন পুনর্গঠনে গত নভেম্বরে সিইসির দায়িত্বে আসেন সাবেক সচিব নাসির উদ্দিন। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়। সাংবিধানিক সংস্থায় দায়িত্ব নেওয়ার পর নিজের বিভাগে এটাই তার প্রথম সরকারি সফর।

তিনি ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

সিইসি বলেন, “গেল তিনটি নির্বাচনে কী হয়েছে, সেটা সবাই দেখেছে। এবার নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। দেশীয় কিংবা বহির্বিশ্বে কোনও চাপ নেই। আর তাই সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে।”

আগামী দেড় বছরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে বলে ইঙ্গিত এরই মধ্যে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সিইসি বলেন, “খুব দ্রুতই ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হবে। কেউ অবৈধভাবে ভোটার হতে চাইলে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানান সিইসি।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে সভায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কর্মরত নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত