Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

মাহমুদউল্লাহ’য় মুগ্ধতা

mahmudullah
[publishpress_authors_box]

টি-টোয়েন্টি ক্রিকেটে দর্শকরা এমনটাই চায়। রান থাকবে, উথান-পতনের রোমাঞ্চ থাকবে, শেষে প্রিয় দল রোমাঞ্চকর জয় পাবে। মিরপুর স্টেডিয়ামে সোমবার বিপিএলের প্রথম দিনের প্রথম ম্যাচে গ্যালারী জুড়ে ছিল ফরচুন বরিশালের সমর্থন। তাদের ভক্তদের ভীড়ে হারিয়েই গিয়েছিল দুর্বার রাজশাহী।

ঠিক সেভাবেই ম্যাচের শেষ বলে ছক্কা মেরে বল হারিয়ে ফরচুন বরিশালকে ম্যাচ জেতালেন ফাহিম আশরাফ। তার ও মাহমুদউল্লাহর ব্যাটে চড়ে ১৯৮ রানের লক্ষ্যে নেমে ১৮.১ ওভারেই ৬ উইকেটে ২০০ রান করে ম্যাচ জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

মাত্র ২১ বলে ২৫৭ স্ট্রাইকরেটে ৫৪ রান ফাহিম আশরাফের। অপরদিকে ২৬ বলে ২১৫ স্ট্রাইক রেটে ৫ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৫৬ রান করেছেন মাহমুদউল্লাহ। অবিশ্বাস্য ফর্মে থাকা এই ব্যাটারের ব্যাটে ৬১ রান ৫ উইকেট হারিয়ে কঠিন হয়ে পড়া ম্যাচটি জিতেছে বরিশাল।

১০ ওভারের শেষ থেকেই শুরু করেন মাহমুদউল্লাহ। রাজশাহীর শ্রীলঙ্কান বোলার লাহিরু সামারাকুনকে টানা দুই ছক্কা ও এক চার মেরেছেন। ওই ওভারে ১৮ রান আসায় বরিশালের রান ১০ ওভার শেষে হয় ৮৫। তখনও ১৯৮ রান তাড়া করা দলটির জন্য অনেক চ্যালেঞ্জের।

সেই চ্যালেঞ্জটা সহজ করেছেন মাহমুদউল্লাহ। পুরো ক্যারিয়ার জুড়েই ফিনিশারের ভূমিকায় দেখা গেছে “সাইলেন্ট কিলারকে”। সেই অভিজ্ঞতা আরও একবার কাজে লাগালেন সোমবার। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি ছোঁয়া ইনিংসের পর থেকে ব্যাটে বসন্ত চলছে মাহমুদউল্লাহর। উইন্ডিজে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই হাফসেঞ্চুরি করেছেন।

রানের ধারাবাহিকতা ছুটিয়ে আজও হাফসেঞ্চুরি করলেন। সব ক্রিকেট মিলিয়ে তার শেষ ৫টি ইনিংসেই ফিফটি। দুটি আবার ৯৮ ও অপরাজিত ৮৪। এমন একজন ক্রিকেটারকে ফিল্ডিংয়ে দাঁড়িয়ে ব্যাট করতে দেখা প্রতিপক্ষ অধিনায়ক এনামুল হক বিজয়ের কাছে মুগ্ধতা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিজয় জানিয়েছেন, “রিয়াদ ভাই বাংলাদেশের হয়ে এরকম ম্যাচ অনেক খেলেছেন। তাদের কাছ থেকে এমন ম্যাচ জয় আমরা দেখেছি। উনারা শুধু বাংলাদেশের জন্য নয় যে দলের হয়েই খেলেন এভাবে ম্যাচ জিতিয়েছেন বা ওই দলকে ভালো কিছু এনে দিয়েছেন। আসলে উনি জানেন এবং ওনার ওই বিশ্বাসটা আছে যে কিভাবে এমন ম্যাচ শেষ করতে হয়।”

মাহমুদউল্লাহ ক্রিজে থাকায় স্বাভাবিক ভাবেই ম্যাচ হারার দুশ্চিন্তা পেয়ে বসেছিল বিজয়কে। শেষ পর্যন্ত দুশ্চিন্তাই সত্যি হলো।

ক্যারিয়ারের শেষপ্রান্তে দুর্দান্ত ফর্মে থাকা মাহমুদউল্লাহকে শুভকামনা জানিয়ে বিজয় বলেছেন, “উনি এখন দারুণ ফর্মে আছেন। ভালো ইনিংস খেলছেন তার জন্য শুভকামনা। আশা করবো উনি বাংলাদেশ দলের হয়ে এমন ইনিংস আরও উপহার দেবেন। এরকম একজন ব্যাটার যখন রান তাড়ার সময় ক্রিজে থাকবেন তখন প্রতিপক্ষ দলের জন্য সবসময়ই চিন্তার কারণ হয় যেমনটা আজ আমাদের হয়েছে। শেষ পর্যন্ত উনিই খেলাটা শেষ করেছেন।”

রান তাড়ায় অবিশ্বাস্য সামর্থ্য দেখিয়েছে বরিশাল। এমনিতে মিরপুরের উইকেটে রান কম হয়। কিন্তু অনেকদিন খেলা না থাকায় ফ্রেশ উইকেটে এদিন রানের ফোয়ারা ছুটেছে। পঞ্চম উইকেটে শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে মাত্র ২৫ বলে ৫১ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। এ জুটিতে ১৭ বলে ২৭ করেন শাহিন।

পরের উইকেটে ফাহিম আশরাফকে নিয়ে গড়েছেন মাত্র ৩৫ বলে অপরাজিত ৮৮ রানরে জুটি। এ সময় ফাহিম মাত্র ২১ বলে ৫৪ আর মাহমুদউল্লাহ ১৪ বলে ৩১ রান করেন। দুই জুটিতে দুর্দান্ত রান বন্যায় আসরের প্রথম ম্যাচে রোমাঞ্চকর জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল।

রাব্বির ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ইনিংসে রাজশাহীর বড় স্কোর

মাঠের বাইরের টিকিট প্রত্যাশিদের ঝড় ব্যাটে নিয়ে এলেন ইয়াসির আলি রাব্বি। ৮ ছক্কা ও ৭ চারের ঝড়ো ইনিংসের পরও মাত্র ৬ রানের জন্য তিন অঙ্কের ম্যাজিক ফিগার মিস করলেন। রাব্বির ৪৭ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংসে দুর্বার রাজশাহী প্রথম ম্যাচে বড় রান উপহার দিল।

নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ১৯৭ রান করে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে বিরাট চ্যালেঞ্জ দিয়েছে দলটি।

রাব্বির ইনিংস ছিল দুইশো স্ট্রাইক রেটের। এনামুল হক বিজয়ের সঙ্গে বড় জুটি গড়ে দলকে চাপমুক্ত করেছেন। দুই ব্যাটারের ঝড়ো ইনিংসে বিপিএলের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে রানের ফোয়ারা ছুটেছে মিরপুরে।

গত আসরে ফরচুন বরিশালের সেরা ক্রিকেটার কাইল মায়ার্স শুরুতেই বল হাতে জ্বলে ওঠেন। তার নেওয়া জোড়া উইকেটে মাত্র ২৫ রানে ২ উইকেট হারিয়ে চ্যাম্পিয়নদের বিপক্ষে চাপে পড়েছিল রাজশাহী।

বাংলাদেশ জাতীয় দলে খেলা দুই ব্যাটারে চাপমুক্ত হয় তারা। প্রায় ১৫ ওভারে ১৪৫ রানের বড় জুটি গড়েছেন এনামুল-ইয়াসির। ক্যারিয়ারের ১৫তম ফিফটি করে এনামুলের বিদায়ে এ জুটি ভাঙে।

দলীয় ইনিংসের শেষ দিকে ফিরেছেন এনামুল। ৫১ বলে ৪ চার ও ৫টি বিশাল ছক্কায় ৬৫ রান তার। ইয়াসিরকে নিয়ে জুটির শুরুটা অবশ্য বেশ মন্থর ছিল। উইকেট না হারানোর সাবধানতায় ওভার প্রতি ১০ রানও নিতে পারেননি দুই ব্যাটার। তাই রাজশাহীর রানের চাকাও খুব একটা ঘুরছিল না। ১৩ ওভার শেষে তাদের রান ছিল ২ উইকেটে ৯৫।

১৪তম ওভার থেকে হাত খুলে খেলা শুরু করেন দুজনে। টানা পাঁচ ওভারে যথাক্রমে ১০, ১৭, ১৬, ১৬ ও ১৪ রান নেন। ১৮তম ওভারে ফাহিম আশরাফের বলে স্কুপ করতে গিয়ে আউট হন বিজয়। এ জুটির ভাঙার পরও ইয়াসিরর ব্যাটে শেষ দুই ওভারে রাজশাহীর বোর্ডে যোগ হয় ২৮ রান।

শেষ ৬ ওভারে ১০১ রান তুলেছে রাজশাহী। বিজয় ফিরলেও দলকে টেনে নেন ইয়াসির। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে এনে দিয়েছেন দুইশো ছোঁয়া রান। ২৫ বলে ২৭ রান থেকে পরের ২২ বলে ৬৭ রান নিয়েছেন রাব্বি। সেঞ্চুরি পেলে তার এই বিধ্বংসী ইনিংসটি পূর্ণতা পেতো।

মিরপুর স্টেডিয়ামে দর্শকদের ভীড়।

বিপিএলের টিকিটের দাবিতে মিরপুরে স্টেডিয়ামের গেট ভাঙচুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট পেতে সকাল থেকে অপেক্ষায় ছিল প্রচুর দর্শক। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কাউন্টারে টিকিট না পেয়ে দর্শক সমর্থকদের বিক্ষোভ দেখা গেছে।

মূল ফটকের সামনে থাকা বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে গেট ভাঙচুর করেছেন। ব্যানার-ফেস্টুনও ছিঁড়ে ফেলেছেন। এমনকি আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশ পরে এক বিক্ষোভকারীকে আটক করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হয়েছেন।

এই ঝামেলায় রাজশাহীর টিম জার্সি স্টেডিয়াম দিয়ে মাঠে ঢুকতে বাধাগ্রস্থ হয়। বেশ কিছু সময় পরে জার্সি বহনকারী গাড়ি মিরপুরে ঢোকে। সময়মতো আসল জার্সি না আসায় প্র্যাকটিসের জার্সি পরে টস করতে নামেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়।

১১তম বিপিএলের টিকিট কীভাবে, কত টাকায় পাওয়া যাবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে আগেই জানিয়েছে। মিরপুর ১১, মতিঝিল, গুলশান, ধানমণ্ডি, কামরাঙ্গিরচড়, উত্তরা, পল্টন স্কাউট বিল্ডিং—মধুমতি ব্যাংকের এই সাত শাখায় সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। তারপরও টিকিট নিয়ে এই চরম বিশৃঙ্খলা চলছেই।

টস করছেন তামিম ইকবাল। পাশে এনামুল হক বিজয়।

ওদিকে ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী ম্যাচ দিয়ে মিরপুরে সোমবার বেলা দেড়টায় শুরু হয়েছে বিপিএলের ১১তম আসর। বরিশাল অধিনায়ক তামিম ইকবাল টসে জিতে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রাজশাহীকে।

ফরচুন বরিশালের দলে খেলছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, তানভীর ইসলাম, রিপন মন্ডল।

দুর্বার রাজশাহীতে আছেন এনামুল হক বিজয়, মোহাম্মদ হারিস, জিসান আলম, আকবর আলি, ইয়াসির আলি, এসএম মেহেরব, রায়ান বার্ল, লাহিরু সামারাকুন, মৃত‍্যুন্জয় চৌধুরি, তাসকিন আহমেদ, হাসান মুরাদ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত