Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

‘সিকান্দার’ এর টিজার তুলল ঝড়; ২৪ ঘন্টায় ৪৮ মিলিয়ন ভিউ

Salman Khan_Sikandar
[publishpress_authors_box]

সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’ এর টিজার ঝড় তুলল নেট দুনিয়ায়। ইউটিউবে মুক্তির মাত্র ২৪ ঘন্টার মধ্যে ৪৮ মিলিয়ন বার দেখা হয়েছে টিজারটি। যা কিনা গ্লোবাল এই প্ল্যাটফর্মে এক নতুন রেকর্ড। প্রতি ঘন্টায় টিজারটি ২ মিলিয়ন বার দেখা হচ্ছে বলে জানা গেছে।

টিজারে সালমান খানকে ভিন্ন ধরণের অ্যাকশন দৃশ্যে উপস্থাপন করা হয়। তার তেজস্বী অথচ সাবলীল উপস্থাপন টিজারে যোগ করেছে অন্যরকম টেনশন।পাশাপাশি তার চরিত্রে যুক্ত করেছে এক রহসময়তা এবং দুর্বার আকর্ষণ। সব মিলিয়ে টিজারটি দর্শক মনে আলোড়ন সৃষ্টি করতে পেরেছে।

ইউটিউবে টিজারটির এই অবিশ্বাস্য সাফল্য, ‘সিকান্দার’ সিনেমাটি নিয়ে সারাবিশ্বেই বিপুল আগ্রহ তৈরি করেছে।  

‘সিকান্দার’ সিনেমাটিতে বলিউডের ভাইজান বলে খ্যাত সালমান খানের বিপরীতে অভিনয় করবেন রাশমিকা মান্দানা। নির্মাতা এ.আর. মুরুগাদোস সিনেমাটি পরিচালনা করেছেন। আর প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ধারণা করা হচ্ছে অ্যাকশন, ড্রামা এবং আবেগের নিখুঁত মিশ্রনে সিনেমাটি এক অসাধারণ অভিজ্ঞতা দেবে দর্শকদের। অনেকের মতে, চলচ্চিত্র দেখার ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে ‘সিকান্দার’।

টিজারটি ইতিমধ্যেই নতুন এক মাইলফলক স্থাপন করেছে। ২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সিকান্দার’।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত