Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

টেকনাফে পাহাড় থেকে বনকর্মীসহ ১৭ শ্রমিক অপহরণ

ss-teknaf-10-3-24
[publishpress_authors_box]

কক্সবাজারের টেকনাফে বনবিভাগের কাজ করার সময় সশস্ত্র সন্ত্রাসীরা ১৭ জনকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। যাদের মধ্যে তিনজন বনকর্মী এবং ১৪ জন শ্রমিক।

সোমবার সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।

এমন সময় এ অপহরণের ঘটনা ঘটল যখন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী টেকনাফ পরিদর্শনে রয়েছেন।

তিন বনকর্মী হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার সাইফুল ইসলাম (২২), সৈয়দ আহমদ (৫০), মোহাম্মদ রফিক (৪০)।

১৪ শ্রমিকের মধ্যে রয়েছেন, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০) ও মাহাতা আমিন (১৮)।

ইউএনও বলেন, “সোমবার সকালের দিকে টেকনাফের হ্নীলা জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপন করতে যান বনকর্মি সহ ২৪ জন। ডাকাতদলের সদস্যরা অস্ত্রেরমুখে জিম্মি করে তাদের অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়। যদিও সাত জন বিভিন্নভাবে জঙ্গলে লুকিয়ে পালিয়ে এসেছেন। তবে ১৭ জনকে ধরে নিয়ে গেছে ডাকাতদল।”

টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানিয়েছেন, খবর পেয়ে বনবিভাগ, এপিবিএন ও পুলিশসহ স্থানীয়রা অপহৃতদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত