Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

ইনু রিমান্ডে, সালমান-পলক-আতিক নতুন মামলায় গ্রেপ্তার 

আদালতে নেওয়া হচ্ছে হাসানুল হক ইনুকে। ছবি : সকাল সন্ধ্যা
আদালতে নেওয়া হচ্ছে হাসানুল হক ইনুকে। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ঢাকার গুলশান থানায় করা একটি হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাহাদুর হোসেন মনির নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় এই মামলা করা হয়েছিল।

এছাড়া এই আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন থানায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ইনুসহ সাবেক মন্ত্রী শাজাহান খান, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটির করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

সোমবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শরীফুর রহমান পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ইনুকে ফের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। যদিও পুলিশ ১০ দিন রিমান্ড চাইলেও বিচারক চার দিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি স্বরণীতে আন্দোলন চলাকালে মো. বাহাদুর হোসেন মনির রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। পরে মনিরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর নিহতের বাবা মো. আবু জাফর গুলশান থানায় শেখ হাসিনাসহ ১০৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। 

অন্যদিকে, ইনু, শাজাহান, সালমান, পলক, আতিকসহ ৬ জনকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে একই আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

এসব মামলার মধ্যে সালমান এফ রহমানকে মিরপুর থানার হত্যা মামলায়, শাহবাগ থানার হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলককে, বিমানবন্দর থানার হত্যাচেষ্টা ও উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় আতিকুল ইসলামকে, হাতিরঝিল থানার হত্যা মামলায় শাজাহান খানকে এবং গুলশান থানার হত্যা মামলায় হাসানুল হক ইনুকে এবং আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত