Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

তারুণ্যের উৎসবের উদ্বোধনী খামে প্রধান উপদেষ্টার সই

তারুণ্যের উৎসবের খামে সিল বসাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তারুণ্যের উৎসবের খামে সিল বসাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
[publishpress_authors_box]

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব-২০২৫। এ উপলক্ষে প্রকাশিত উদ্বোধনী খামে সই করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার বিকাল ৫টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই খামে সই করেন তিনি।

তারুণের উৎসবের আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সার্বিক তত্ত্বাবধান করছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

খাম সইয়ের সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সোমবার শুরু হওয়া তারুণ্যের উৎসব চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিপিএল ২০২৫-এর সহযোগিতায় তারুণ্যের উৎসব বিভিন্ন কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রসারে কাজ করবে। এর মধ্যে থাকবে তরুণদের জন্য স্থানীয় ক্রীড়া টুর্নামেন্ট এবং কমিউনিটি ক্রিকেট ক্লিনিক, যা তাদের অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত