Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

আইসিসি বর্ষসেরা : তিন ব্যাটারের সঙ্গে এক বোলারের লড়াই

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে ভারতীয় পেসার জসপ্রিত বুমরা। ছবি: এক্স
আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে ভারতীয় পেসার জসপ্রিত বুমরা। ছবি: এক্স
[publishpress_authors_box]

ক্রিকেট নাকি ব্যাটারদের খেলা হয়ে দাঁড়িয়েছে। জসপ্রিত বুমরার বোলিং দেখলে সেটা বলার উপায় আছে কি? এই পেসারকে সমীহ করেন না, এমন ব্যাটার এখনকার ক্রিকেটে নেই। ২২ গজের সব ফরম্যাটে তার দাপুটে বোলিং। ২০২৪ সালটা দারুণভাবে রাঙানো বুমরার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে থাকাটা প্রত্যাশিত। ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি’ নামের এই পুরস্কারে তার সঙ্গে লড়াই হবে তিন ব্যাটারের।

আইসিসি বর্ষসেরা ক্রিকেটারর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। বুমরার সঙ্গে এই লড়াইয়ে আছেন ইংল্যান্ডের দুই ব্যাটার জো রুট ও হ্যারি ব্রুক এবং অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড। সেরা ক্রিকেটার বেছে নিতে পারবেন ক্রিকেটভক্তরাও। আইসিসির ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারবেন তারা।

জো রুট

স্মৃতির পাতায় সাজিয়ে রাখার মতো একটি বছর পার করলেন রুট। তিনি মাঠে নামলেই সেঞ্চুরি, একটা সময় এমন নিয়মই বানিয়ে ফেলেছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক। ৩৪ বছর বয়সী ব্যাটার এখন টেস্টের এক নম্বর ব্যাটার। ২০২৪ সালে ১৭ টেস্টে ৫৫.৫৭ গড়ে করেছেন ১ হাজার ৫৫৬ রান। তাতে ক্যারিয়ারে পঞ্চমবার ১ হাজারের বেশি রান পেয়েছেন তিনি। বছরের শুরুতে সতীর্থ ব্রুকের কাছে টেস্টের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন, তবে ফিরে পেতে সময় লাগেনি।

রান উৎসবের বছরে ছয়টি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি পেয়েছেন রুট। টেস্ট ক্যারিয়ারে তার এখন ৩৬ সেঞ্চুরি। রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির তালিকায় ষষ্ঠস্থানে বসেছেন। এ বছরই পাকিস্তানের মাটিতে মুলতান টেস্টে পূরণ করেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। তাতে ডাবল সেঞ্চুরিতে ছুঁয়ে ফেলেন রিকি পন্টিং ও শচীন টেন্ডুলকারকে।

হ্যারি ব্রুক

একটা জায়গায় এ বছর রুটকেও ছাড়িয়ে গেছেন ব্রুক। ইংলিশ ব্যাটার পাকিস্তানের মাটিতে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ত্রিপল সেঞ্চুরি। মুলতানে ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ টেস্ট সংগ্রহের রেকর্ড গড়ার পথে ব্রুক ৩২২ বলে খেলেন ৩১৭ রানের ইনিংস। রুটের সঙ্গে গড়েছিলেন ৪৫৩ রানের রেকর্ড ‍জুটি।

২০২৪ সালে ১২ টেস্টে ৫৫ গড়ে ১ হাজার ১০০ রান করেছেন ব্রুক।

জসপ্রিত বুমরা

২০২৪ সালটা স্মরণীয় কেটেছে বুমরার। ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই পেসার। ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ৮ ম্যাচে নিয়েছিলেন ১৫ উইকেট। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ২ উইকেট নিয়ে ভারতকে অপরাজিত চ্যাম্পিয়ন করতে রেখেছিলেন অগ্রণী ভূমিকা।

ব্যক্তিগত পারফরম্যান্সে টেস্টে বছরটা আরও মধুর। শেষ হতে যাওয়া বছরে ১৩ টেস্টে তার ৭১ উইকেট। দেশের চেয়ে বিদেশে তার বোলিংয়ের ধার আরও বেশি। চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে উইকেটের বৃষ্টিতে ভিজে যাচ্ছেন। রোহিত শর্মার অনুপস্থিতিতে পার্থ টেস্টে নেতৃত্ব দিয়ে জয় দিয়ে অস্ট্রেলিয়ার অভিযান শুরু করেছিলেন বুমরা। এই টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর ব্রিসবেন ও সদ্য শেষ হওয়া মেলবোর্ন টেস্টেও ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন টেস্টের এক নম্বর বোলার।

ট্রাভিস হেড

২০২৩ সালে ব্যাট হাতে অস্ট্রেলিয়ার ট্রাম্প কার্ড ছিলেন হেড। আগের বছরের ফর্ম ২০২৪ সালেও টেনে গেছেন বাঁহাতি ব্যাটার। ২০২৩ সালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন হেড। ফাইনালে করেছিলেন দুর্দান্ত সেঞ্চুরি। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওই ভারতকেই হতাশ করেছিলেন তিনি। দারুণ সেঞ্চুরিতে হয়েছিলেন ম্যাচসেরা।

ভারতের বিপক্ষে সুসময় তার চলছেই। চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও তার ব্যাটে বিধ্বস্ত ভারত। ৩১ বছর বয়সী ব্যাটারের আক্রমণাত্মক ব্যাটিংয়েই অ্যাডিলেডে সিরিজে ফেরে অস্ট্রেলিয়া। ওই ম্যাচে ১৪১ বলে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ব্রিসবেনের তৃতীয় টেস্টেও ঝড়ো সেঞ্চুরি পেয়েছেন হেড। এ বছর ৯ টেস্টে ৪০.৫৩ গড়ে তার রান ৬০৮। টি-টোয়েন্টিও খারাপ কাটেনি। ১৫ ম্যাচে ১৭৮.৪৭ স্ট্রাইকরেটে করেছেন ৫৩৯ রান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত