Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

জামায়াত আমিরের ধানের শীষে নির্বাচনের কথা মনে করিয়ে দিল বিএনপি

জামায়াত আমির মো. শফিকুর রহমান
জামায়াত আমির মো. শফিকুর রহমান
[publishpress_authors_box]

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্য ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে চলেছে এক সময়ের দুই মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী। এর সবশেষ সংযোজন হলো বিএনপির ভেরিফায়েড ফেইসবুক পেইজে দেওয়া একটি পোস্ট।

২০১৮ সালের নির্বাচনে জামায়াতের আমিরের নির্বাচনী প্রচারের পোস্টারের ছবি যুক্ত করে বিএনপি দলটিতে মনে করিয়ে দিতে চায়, ওই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিয়েছিলেন শফিকুর রহমান।

রিজভী রবিবার বলেছিলেন, “জামায়াতে ইসলামী ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।”

সেই বক্তব্যের পরপরই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম দেন পাল্টা বিবৃতি দেন। আর সেখানে বিএনপিকে বলা হয় মোনাফেক, আরবি যে শব্দটির অর্থ প্রতারক বা ভণ্ড ব্যক্তি।

ঢাকার চন্দ্রিমা উদ্যানে রবিবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে রিজভী জামায়াতের জন্য মোনাফেক শব্দটিই ব্যবহার করেছিলেন। কয়েক ঘণ্টার ব্যবধানে সেই শব্দই বুমেরাং হয়ে ছুটে আসে তার দলের দিকে।

সেদিন রিজভী বলেছিলেন, “খুব ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। আপনাদের একাত্তরের অর্জন কী? আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন। ৭১ ও ৯০-এর গৌরব বিএনপির। সেদিনও শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে যাননি? ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে তো মোনাফেকি করা নয়।”

ঘোলা পানিতে মাছ শিকার নিয়ে বক্তব্যের প্রতিবাদে রফিকুল বলেন, “এ জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক যাবৎ প্রচার করা হচ্ছে। রগ কাটা, ঘোলা পানিতে মাছ শিকার, ৭১ এর বিরোধিতা এ সব বক্তব্য জনগণ বহু পূর্বেই প্রত্যাখ্যান করেছে।

“জনাব রিজভী জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কী অর্জন করতে চান, তা জনগণের কাছে স্পষ্ট নয়। জামায়াত রগকাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনও করেনি।”

মোনাফেকি নিয়ে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রফিকুল বলেন, “জামায়াত ‘ইসলাম’নিয়ে রাজনীতি করে না। ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে। জামায়াতে ইসলামী কখনও মোনাফেকি করেনি।”

জামায়াতের এ বিবৃতির জবাবে নিজেদের ভেডিফায়েড ফেইসবুক পেইজে একটি ছবি পোস্ট করে বিএনপি।

সেখানে বলা হয়, “২০১৮ সালের নির্বাচনে জামায়াত দর কষাকষি করে ২২ আসন বাগিয়ে নেয় জোট থেকে। সেই নির্বাচনে ডা. শফিকুর রহমান (জামায়াতের বর্তমান আমির) নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সঙ্গে জোট? আর কার সঙ্গে মোনাফেকির কথা বললেন আমির?”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত