Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

সিনেমা এবং সংস্কৃতিকে এগিয়ে নিতে ঐক্যের আহ্বান জানালেন শাকিব খান

শাকিব খান, চিত্রনায়ক
[publishpress_authors_box]

রাজকুমার, তুফান এবং দরদ সিনেমার মাধ্যমে ২০২৪ সালেও দর্শকের অব্যহত সমর্থন ও ভালোবাসা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন চিত্রনায়ক শাকিব খান।

রাজনৈতিক পট পরিবর্তনে দেশের সংস্কৃতি অঙ্গনে বিভাজনের কালে ডাক দিলেন ঐক্যের। সকলে মিলে দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন তিনি।

তিন দশকের চলচ্চিত্রের ক্যারিয়ারে নিজেকে বারবার বদলেছেন এই ‘ঢালিউড কিং’। তার খ্যাতির আড়ালে ঢাকা পড়ে গেছে ঢাকাই ছবির অন্যান্য হিরোরা।

শাকিবের ছবি মানেই হল মালিকদের উৎসব। দর্শক ও শ্রোতাদেরও ভালোবাসা পেয়েছেন দেদার। প্রায় আড়াইশ সিনেমায় অভিনয় করেছেন এখন পর্যন্ত।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে নিয়ে যেতে চাইছেন ছবির পরিবেশনার মাধ্যমে। যা দেখা গেছে ২০২৪ সালে তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্য দিয়ে। তাই ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে লিখলেন শাকিব খান।

“সবাইকে জানাই নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা ও ভালোবাসা। আরেকটি বছর শেষ হতে চললো। বরাবরের মতো এবারও আমার সিনেমাগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি,”লিখেছেন এই অভিনেতা।

দর্শকই তার সামনের এগিয়ে চলার প্রেরণা জানিয়ে শাকিব বলেন, “পরিবার-পরিজন, প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে আপনারা প্রেক্ষাগৃহে এসে সিনেমাগুলো দেখেছেন, গল্পগুলোকে আপন করে নিয়েছেন – এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি প্রতিটি সিনেমা আপনাদের জন্যই করি। আপনাদের হাসি, কান্না, আবেগ-অনূভুতি এবং ভালোলাগার মুহূর্তগুলো আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।”

বাংলাদেশি চলচ্চিত্রের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন শাকিব।

“নতুন বছরে আরও ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করবো। চলুন, সবাই মিলে আমাদের সিনেমা এবং সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাই। বিশ্ব দরবারে আমাদের বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করি,”ফেইসবুক পোস্টে বলেন তিনি।

রাজকুমারদরদ আশানুরূপ সাফল্য না পেলেও শাকিব খানের তুফান এবার দেশের সকল হিট ছবির ইতিহাসকে টপকে গেছে।

নতুন বছরে আসছে বরবাদ নামে আরেকটি সিনেমা। সেটি নিয়েও তার প্রত্যাশা অনেক। আর বিপিএল-এ দল কিনে সবাইকে চমকে দিয়েছেন শাকিব।

এ বছরই যাত্রা শুরু করেছে তার আন্তর্জাতিক কসমেটিক্স ব্র্যান্ড রিমার্ক হারলেন। নিজের ব্র্যান্ডের প্রচারণায় তিনি যুক্ত করেছেন দেশের অসংখ্য তারকাদের।

বছরজুড়েই শাকিবকে রিমার্ক হারলেনের পণ্যের প্রচারণায় দেখা গেছে। ঢাকা ক্যাপিটালস এর প্রচারণায় তারকাবহুল বিগ বাজেটের থিম সং ছিল শাকিবের বছরের শেষ উপহার। সেখানেই শাকিবের কণ্ঠে শোনা গেল নতুন প্রত্যয়।

“যতবার দাঁড়িয়েছি একসাথে ততবারই এনেছি জয়, জয় ছাড়া ভাবতে শিখিনি কিছু, তাই সেই লক্ষ্যে আরেকবার…”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত