Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-পটকা বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ হাই কোর্টের

high court
[publishpress_authors_box]

থার্টি ফার্স্ট নাইটে দুর্ঘটনারোধে বাসাবাড়ির ছাদ ও ভবন, উন্মুক্ত স্থান, পার্কে আতশবাজি, পটকা ফোটানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আদেশে আতশবাজি, পটকা, ককটেলের ব্যবহার বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আশরাফ উজ জামান ও আইনজীবী মো. দেলুয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল জিশান হায়দার ও এএফএম সাইফুল কবীর।

রিটকারী আইনজীবী আশরাফ উজ জামান সাংবাদিকদের বলেন, “থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর বাসা-বাসা বাড়ির ছাদ ও সব ভবন, উন্মুক্ত স্থান, পার্কে সমাগম বন্ধে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া আতশবাজি, পটকা, ককটেলের ব্যবহার বন্ধেও নির্দেশ দেওয়া হয়েছে।”

আবেদনে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাত ১১টা থেকে ১টা পর্যন্ত তীব্র আওয়াজ বাজিয়ে কোনও অনুষ্ঠান না করা এবং বাসা-বাড়ির ছাদে আতশবাজি-পটকা ফোটানো ও ফানুস উড়ানো বন্ধে নির্দেশনা চেয়েছিলেন বলে জানান তিনি।

এছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাত ১০টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্তস্থানে জনসমাগম বন্ধের নির্দেশ চাওয়া হয়েছে। পাশাপাশি ওই দিন আতশবাজি-পটকা ও ফানুস বেচাকেনা বন্ধও চাওয়া হয় রিট আবেদনে। এসব ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনাও চাওয়া হয়।

এর আগে সোমবার থার্টি ফার্স্ট নাইটে দুর্ঘটনারোধে বাসাবাড়ির ছাদ ও সব ভবন, উন্মুক্তস্থান, পার্কে আতশবাজি, পটকা ফোটানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছিল। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বিবাদী করা হয়।

রিটে খ্রিস্ট্রিয় বর্ষবরণের রাতে বাসাবাড়ির ছাদে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধের আর্জি জানানো হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত