Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

‘কথা দাও’ দিয়ে শুরু, ‘তোমার নেশা’য় শেষ করলেন রাফি আলম

singer-rafi-311224-01
[publishpress_authors_box]

বছরজুড়েই শ্রোতাদের কাছে গান নিয়ে হাজির থাকতে চেয়েছিলেন সংগীতশিল্পী রাফি আলম। প্রতি মাসে একটি করে গান প্রকাশের অঙ্গীকার করেছিলেন তাই।

চলতি বছরের ১২ জানুয়ারি ‘কথা দাও’ গান দিয়ে তার এই উদ্যোগের শুরু। আর শেষটা হলো ১২ ডিসেম্বর ‘তোমার নেশা’ দিয়ে।

২০০৫ সাল থেকে বাংলা ব্যান্ডের সঙ্গে ড্রামার হিসেবে যাত্রা শুরু করলেও ভোকালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন গত আট বছরে। আর বছর খানেক হলো তিনি নিজের একক সংগীত চর্চায় মনোযোগ দিয়েছেন।

রক, পপসহ বহুমুখী জনরা নিয়ে গান করেন এই শিল্পী। যার শেষ নজির, ২০২৪ সালে ১২ মাসে ১২টি‌ গান প্রকাশের রেকর্ড।

১২ মাসে ১২টি গান প্রকাশ নিয়ে রাফি আলম বলেন, “আমি যখন থেকে একক সংগীত চর্চায় মনোনিবেশ করেছি, ঠিক তখন থেকেই এমন কিছু করার ইচ্ছে ছিলো।

“তারই ধারাবাহিকতায় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমার একাধারে একটি ইপিসহ ১২টি গান রিলিজ পেয়েছে। বছর শেষে গানগুলো শুনলে এবং শ্রোতাদের ভালোবাসার হিসেব কষলে, নিজেরই ভালো লাগে।”

১২ মাসে প্রকাশিত রাফি আলমের গানগুলো হলো – ‘কথা দাও’, ‘তুই ছাড়া’, ‘পাখিরে তুই’, ‘ফরট্রিস অব কেওয়াস’, ‘অচেনা শহরে’, ‘নিজের মতো’, ‘জোনাকি’, ‘মৃত্যুর কোরাস’, ‘মুগ্ধ’, ‘সংশপ্তক’, ‘আমারে আসিবার‌ কথা কইয়া’ এবং ‘তোমার নেশা’।

রাফি আলমের ১২টি গানে প্রেম-বিরহ ছাড়াও আছে জুলাই বিপ্লবের রেশ। দুটি গান পর পর প্রকাশ পায় জুলাই বিপ্লবের সূচনালগ্নেই। জুলাই বিপ্লবের মাঝেই ‘আপেক্ষিক’ ব্যান্ডের কোলাবরেশনে রাফি আলম রিলিজ করেন ভিন্নধর্মী গান ‘মৃত্যুর কোরাস’। গানটি লিখেছেন আপেক্ষিক ব্যান্ডের ভোকাল তানজির আহমেদ শুদ্ধ এবং সুর ও কম্পোজ করেছেন ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট জয় সিদ্দিকী।

এর কয়েকদিন পরই জুলাই বিপ্লবে তরুণ ছাত্রদের সাহসিকতা, মানবতা এবং মানবিকতায় মুগ্ধ হয়ে ‘মুগ্ধ’ শিরোনামে আরেকটি গান প্রকাশ করেন তিনি।

গান প্রকাশের বাইরে অগাস্ট মাসে বন্যার্তদের সাহায্যে রাফি আলম চ্যারিটি শো করেছেন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে। অক্টোবর মাসে বাংলাদেশের জনপ্রিয় ‘ওয়ারফেইজ’ এবং ‘আর্টসেল’ ব্যান্ডের সঙ্গে ভার্জিনিয়াতে একই মঞ্চে লাইভ পারফর্ম করেন যুক্তরাষ্ট্রে নিজের ব্যান্ড নিয়ে।

ব্যান্ড‌ সংগীতশিল্পী রায়েফ আল হাসান রাফার সঙ্গে ‘নিজের মতো’ শিরোনামে একটি গানও প্রকাশ করেছেন তিনি। এই গানটিও বেশ‌ সাড়া ফেলে শ্রোতা মহলে।

বহুমুখী জনরায় গান গাওয়া এই শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে ‘সংশপ্তক’ শিরোনামে চারটি রবীন্দ্রসংগীতের একটি ইপি মুক্তি দেন।

এরই ধারাবাহিকতায় বছরের শেষ মাসে প্রকাশ পেলো রাফি আলমের নতুন গান ‘তোমার নেশা’।

গানটি প্রডিউস করেন জনপ্রিয় সংগীতশিল্পী অটামনাল মুন। গানটি ইতিমধ্যে ইউটিউব এবং স্পটিফাইতে শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হয় রাফি আলমের দুটি কনসার্ট। নতুন বছরে আসছে এই শিল্পীর একক অ্যালবাম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত