Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

র‍্যাঙ্কিংয়ে রেকর্ড গড়ে বছর শুরু বুমরার

bumrah
[publishpress_authors_box]

গত বছরটা কেটেছে স্বপ্নের মতো। ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে নিয়েছেন ৭১ উইকেট। ২০১৬ সালের পর টেস্টে এক বছরে বুমরার চেয়ে বেশি উইকেট পাননি অন্য কোনো বোলার। এরই ছাপ পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে।

৩ পয়েন্ট বেড়ে বুমরার টেস্ট রেটিং পয়েন্ট এখন ৯০৭।ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট এখন তারই। রবিচন্দ্রন অশ্বিন ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন এতদিন ।অশ্বিনের রেটিং পয়েন্ট গত সপ্তাহে স্পর্শ করেছিলেন বুমরা।

 আজ (বুধবার) বছরের প্রথম দিন ছাড়িয়ে গেলেন অশ্বিনকেও। রেটিং পয়েন্টের হিসেবে সর্বকালের ১৭তম স্থানে উঠে এলেন বুমরা। বোলারদের র‍্যাঙ্কিংয়ে বদল এসেছে ২ থেকে ১২ পর্যন্ত জায়গায়।

 মেলবোর্নে না খেললেও অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড তিন থেকে উঠে এসেছেন দুইয়ে। প্যাট কামিন্স চার থেকে এখন তিনে। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা নেমে গেছেন চারে।

টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দুইয়ে জায়গা ধরে রেখেছেন জো রুট  ও হ্যারি ব্রুক ।

সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়া মার্কো ইয়ানসেন ছয় ধাপ এগিয়ে এখন পাঁচে।

টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দুইয়ে জায়গা ধরে রেখেছেন জো রুট  ও হ্যারি ব্রুক । তাদের পরেই যথারীতি তিনে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।

মেলবোর্ন টেস্টের পারফরম্যান্সে ট্রাভিস হেডকে পাঁচে ঠেলে দিয়ে চারে উঠেছেন যশস্বী জয়সওয়াল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত