Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

সাবেক মন্ত্রী আব্দুর রহমানের ব্যাংক হিসাব তলব

আব্দুর রহমান। ফাইল ছবি
আব্দুর রহমান। ফাইল ছবি
[publishpress_authors_box]

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রহমানের ব্যাংক হিসাবের তথ্য নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর অংশ হিসেবে সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলোকে আব্দুর রহমান ও তার পরিবারের চার সদস্যের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গতকাল মঙ্গলবার আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য সরবরাহের নির্দেশনা সম্বলিত বিএফআইইউর চিঠিটি ব্যাংকগুলোতে পৌঁছায় বলে সংশ্লিষ্ট একটি ব্যাংক সূত্র নিশ্চিত করেছে।  

চিঠিতে ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, তার স্ত্রী মির্জা নাহিদা হোসেন বন্যা, মেয়ে ইভানা রহমান, ইশরা রহমান ও ছেলে সামী রহমানের ব্যাংক হিসাবের যাবতীয় লেনদেনের তথ্য দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, পরবর্তী দুই কর্মদিবসের মধ্যে তথ্য সরবরাহ করতে হবে।

তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের তথ্যও চেয়েছে বিএফআইইউ।

আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান ২০০৮ সালে ফরিদপুর-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য হন। ২০২৪ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে প্রকাশ্যে দেখা যায়নি আব্দুর রহমানকে । গত ৮ ডিসেম্বর লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশের দর্শকসারিতে আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রীর সঙ্গে তাকেও দেখা যায়।

আব্দুর রহমান মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে মাত্র ছয় মাসের মধ্যেই তার স্ত্রী ও স্বজনদের অনেকেই কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে দুদকে অভিযোগ রয়েছে।

তার স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত