Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ss-balaram-poddar-profile-26122024
[publishpress_authors_box]

কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানী ঢাকায় শাকিব নামে একজনকে হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালত তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের এই নির্দেশ দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলরাম পোদ্দারকে সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। বলরাম পোদ্দারের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল এই রিমান্ড আবেদন বাতিল চেয়ে তার জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।

রমনা মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মো.জিন্নাত এসব তথ্য জানিয়েছেন।

আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য বলরাম পোদ্দার রাষ্ট্রায়ত্ত দুই বাণিজ্যিক ব্যাংক জনতা ও অগ্রণী ব্যাংকের পরিচালক ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটাবিরোধী আন্দোলনের এক পর্যায়ে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। সেদিনই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তারপর থেকে প্রকাশ্যে নেই টানা দেড় দশক দেশ শাসন করা দলটির কেন্দ্রীয় নেতারা। তাদের অনেকে ইতোমধ্যে গোপনে দেশ ছেড়েছেন; অনেকে গ্রেপ্তার হয়েছেন; অনেক নেতা এখনও আছেন আত্মগোপনে।

ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দারকে গত ২৫ ডিসেম্বর রাতে কাকরাইলের বাসা থেকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। পরে তাকে শাকিব হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলায় বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রমনা থানাধীন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের পাশে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাকিবসহ কয়েকজন আহত হন।

ওই ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি করেন শাকিব। মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত