Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

‘ফিরোজা’য় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান

khaleda-zia-waqar-uz-zaman
[publishpress_authors_box]

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সেনাপ্রধান ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় যান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাসস।

সেনাপ্রধান সস্ত্রীক ‘ফিরোজা’য় পৌঁছালে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর তাদের স্বাগত জানান। 

সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থানকালে সেনাপ্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করেন।

লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস,কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগা ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার হৃদযন্ত্রে গত জুনে বসানো হয় পেসমেকার। উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে তার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে প্রায় দুই বছর কারাগারে থাকা খালেদা জিয়া ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময়ে তৎকালীন সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পাওয়ার পর থেকে তার গুলশানের বাসভবন ফিরোজয় অবস্থান করছেন।

এর মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরদিনই দণ্ড মওকুফ করে তাকে মুক্তি দেন রাষ্ট্রপতি। এরপর গত ৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দায়ের হওয়া পাঁচটি মানহানির মামলা থেকেও খালাস পান তিনি।

পরে গত ২৪ অক্টোবর হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়ার নামে থাকা একটি মামলাও খারিজ করে দেয় আদালত। ২০১৫ সালে সারা দেশে অবরোধ ও হরতালের মধ্যে পেট্রল বোমা বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায় এই মামলা করা হয়েছিল।

সর্বশেষ গত ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় তাকে খালাস দেয় হাই কোর্ট, যে মামলায় বিচারিক আদালতে তার সাত বছরের কারাদণ্ড হয়েছিল।

এর আগে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আমন্ত্রণ পেয়ে এক দশক পর গত ২১ নভেম্বর সেনাকুঞ্জে সশ্স্ত্র বাহিনীর সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। সেখানে প্রধান উপদেষ্টার পাশাপাশি সেনাপ্রধানসহ তিন বাহিনীর প্রধানের সঙ্গে দেখা হয়েছিল খালেদা জিয়ার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত