Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

নিজেকে বাদ দিয়ে ৫০ বছর আগের স্মৃতি ফেরালেন রোহিত

rohit-53
[publishpress_authors_box]

“আমাদের অধিনায়ক তার নেতৃত্বগুণ দেখিয়েছেন, একইসঙ্গে তিনি এই ম্যাচে বিশ্রাম বেছে নিয়েছেন।”- সিডনি টেস্টে টস করার সময় রোহিত শর্মার না খেলা নিয়ে কথাগুলো বলেছেন জসপ্রিত বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন এই পেসার। রোহিত ফিট ও দলের সঙ্গে থাকার পরও বুমরা নেতৃত্ব দেওয়ায় ব্যাপক আলোচনা চলছে। রোহিত টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন কিনা, এমন প্রশ্নও উঠে গেছে।

ভারতের টেস্ট অধিনায়ক রোহিত। দল নির্বাচনে তার ভূমিকা অন্যতম। সিডনি টেস্টের একাদশ গঠনেও তার ভূমিকা রয়েছে। বুমরার কথা অনুযায়ী, রোহিত নিজেই না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। কেন নিয়েছেন, বুমরা না জানালেও বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার। সেটা হলো রোহিতের চলমান অফফর্ম। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলা তিন টেস্টে তার রান মাত্র ৩১।

এই সিরিজে পার্থের প্রথম টেস্টেও ছিলেন না রোহিত। সেবার অবশ্য সন্তানসম্ভাবা স্ত্রী’র পাশে থাকতে ভারতে ছিলেন তিনি। তবে সিডনি টেস্টের পরিস্থিতি ভিন্ন। এবার নিজেই নিজেকে বাদ দিয়েছেন। ক্রিকেট ইতিহাসে বিরল এই ঘটনা শেষবার দেখা গিয়েছিল ৫০ বছর আগে। ১৯৭৪-৭৫ মৌসুমের অ্যাশেজে, সেবার ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক মাইক ডেনেস অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিডনি টেস্টেই নিজেকে বাদ দিয়েছিলেন।

অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া ওই অ্যাশেজ একেবারেই ভালো যাচ্ছিল না ডেনেসের। ৬ ইনিংসে করেছিলেন মাত্র ৬৫ রান। সেকারণে অধিনায়ক হয়েও সিডনির চতুর্থ টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ডেনেস। তার জায়গায় চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন জন এডরিখ, ম্যাচটি ইংলিশরা হেরেছিল ১৭১ রানে।

সিডনির ওই টেস্টের পর পঞ্চম ও ষষ্ঠ টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্বে আবার ফিরেছিলেন ডেনেস। ৫০ বছর আগে সাবেক ইংলিশ অধিনায়ক দলের কথা চিন্তা করে যে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন, এবারের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে নিজে পারফর্ম করতে না পারায় একইভাবে নিজেকেই বাদ দিলেন ভারত অধিনায়ক রোহিত।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত