Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

উসমানের সেঞ্চুরিতে চিটাগংয়ের বিশাল জয়

২২ রানে ২ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ।
২২ রানে ২ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ।
[publishpress_authors_box]

প্রথম ম্যাচ হার দিয়ে শুরু হয় চিটাগং কিংসের। এক ম্যাচ পর বড় জয়ে তারা টুর্নামেন্টে নিজেদের প্রথম সাফল্য তুলে নিল। দুর্বার রাজশাহীকে ১০৫ রানে হারিয়েছে দলটি।

আগে ব্যাট করে উসমান খানের সেঞ্চুরিতে ৫ উইকেটে ২১৯ রান করে চিটাগং কিংস। মাত্র ৬২ বলে উসমান খান করেন ১২৩ রান। ওই রান তাড়া করতে গিয়ে ১১৪ রানে অলআউট হয় গত দুই ম্যাচে বড় স্কোর করা রাজশাহী।

চিটাগং কিংসের বোলিং আক্রমণ স্পিন নির্ভর। আলিস আল ইসলামের রহস্য স্পিন তাদের শক্তি। আলিস এই ম্যাচে জ্বলে উঠলেন। মাত্র ১৭ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া আরাফাত সানিও নিয়েছেন ৩টি।

স্পিন ঘূর্নিতে ভালোভাবে দাঁড়াতে পারেনি রাজশাহীর ইনিংস। সর্বোচ্চ রান মোহাম্মদ হারিসের ৩২। বাকি ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ১০৫ রানের বড় হার জুটে রাজশাহীর।পাকিস্তানি ব্যাটার উসমানের সেঞ্চুরিতে বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিশাল সংগ্রহ পেল চিটাগং কিংস। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ২১৯ রান তুলেছে দলটি।

উসমানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ চিটাগংয়ের

চলতি আসরে প্রথম সেঞ্চুরি করলেন উসমান। মাত্র ৬২ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১২৩ রান উসমান খানের। বিপিএলে করলেন দ্বিতীয় সেঞ্চুরি, এই আসরের ৩৩তম।

সেঞ্চুরির পর উসমান খান। ছবি : সংগৃহীত

উসমানের সেঞ্চুরিতে ১৫ ওভারেই ১৭১ রান তুলেছিল চিটাগং। পরের ৫ ওভারে শুরুর ওভারগুলোর তুলনায় আশানুরূপ রান আসেনি। উসমান ১৯তম ওভারের প্রথম বলে ফেরার পর হায়দার আলিল ৮ বলে ১৯ রানে ২১৯ এ পৌছে চিটাগং।

এছাড়া গ্রাহাম ক্লার্ক ২৫ বলে ৪০ ও মোহাম্মদ মিথুন ১৫ বলে ২৮ রান করেন। গ্রাহাম ক্লার্ককে নিয়ে ১২০ রানের জুটি গড়েন উসমান। তাদের জুটির সময় বিপিএলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ রংপুরের ২৩৯ রান টপকে যাওয়ার সুযোগ ছিল চিটাগংয়ের সামনে। শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি।

এই আসরের প্রথম সেঞ্চুরি উসমানের

দুর্দান্ত পাওয়ার হিটিংয়ে এবারের বিপিএলে এখন পর্যন্ত সেরা ইনিংস উপহার দিলেন উসমান খান। চিটাগং কিংসের হয়ে খেলা পাকিস্তানি এই ব্যাটারের থেকে এল আসরের প্রথম সেঞ্চুরি। বিপিএলে এ নিয়ে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পেলেন উসমান।

দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪৮ বলে ১০০ করেছেন এই ব্যাটার। তার ইনিংসে ছির ১১ চার ও ৫টি ছক্কার মার। ইনিংস জুড়ে দুর্দান্ত পাওয়ার হিটিং দেখালেন উসমান। অবশ্য প্রতিপক্ষ বোলারদের শর্ট বলগুলো উসমানকে হাত খুলে খেলার সুযোগ করে দিয়েছে।

সেই সুযোগ কাজে লাগিয়ে বিশাল সব ছক্কা মেরে উইকেটে নিজেকে সেট করেছেন এই পাকিস্তানি। এবারের আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে এসে সেঞ্চুরি করেছিলেন উসমান। ৮১ রানে একবার জীবন পেয়েছিলেন। এরপর নব্বইয়ের ঘরে থাকতে ভুল বোঝাবুঝিতে তার ক্যাচ মিস করেন শফিউল ও সাব্বির।

ছুটে চলছে তাসকিন এক্সপ্রেস

একদিন আগেই মিরপুরের চতুর্থ উইকেটে নিয়েছেন ৭ উইকেট। দুর্বার রাজশাহীর হয়ে শুক্রবারই একই ছন্দে ছুটছেন তাসকিন আহমেদ।

এবার মিরপুরের ষষ্ঠ উইকেটেও শিকারের দেখা পেয়েছেন। চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর আজকের ম্যাচ হচ্ছে মিরপুর স্টেডিয়ামের ষষ্ঠ উইকেটে। তাতে প্রথম ওভারেই উইকেট নিয়েছেন তাসকিন।

বাংলাদেশ পেসারের বোলিং সাফল্যে টস জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিতে ভুল করেননি রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। আগের দিনের মতো শুক্রবারও আবহাওয়া ও কন্ডিশন পেসারদের উপযোগী থাকায় তাসকিনের হাতে বল তুলে দেন এনামুল।

প্রথম ওভারেই পারভেজ হোসেন ইমনকে বাউন্সে পরাস্ত করেন তাসকিন। বল স্কয়ার লেগে উঠে গেলে সহজ ক্যাচ নেন সাব্বির হোসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত চিটাগং কিংস ৩ ওভার শেষে ১ উইকেটে ১৭ রান করেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত