Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

লাল কার্ড, পেনাল্টি মিসের ম্যাচে রিয়ালের ৫০০০ পয়েন্টের রেকর্ড

real final
[publishpress_authors_box]

নাটকীয়, রোমাঞ্চকর এক জয়ে বছর শুরু করল রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল রিয়াল। এরপর পেনাল্টি মিস করেন জুড বেলিংহাম। ৭৯ মিনিটে মাথা গরম করে ভিনিসিয়ুস জুনিয়র লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় তারা। অফসাইডের জন্য গোল বাতিল হয় কিলিয়ান এমবাপ্পের!

তবে দলটার নাম তো রিয়াল মাদ্রিদ। হারের আগে হার মানার মানসিকতাই নেই তাদের ডিএনএতে। হারতে বসা এই ম্যাচ রোমাঞ্চকর প্রত্যাবর্তনে রিয়াল জিতল ২-১ গোলে। ৮৫ মিনিটে লুকা মদরিচ সমতা ফেরানোর পর ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে গোল করে দলকে জেতান বেলিংহাম।

এই জয়ে লা লিগায় এক নম্বরে উঠে এল রিয়াল। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪১। তিনে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৯ ম্যাচে ৩৮।

 লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে রিয়াল পেরিয়েছে ৫০০০ পয়েন্টের মাইলফলক। লা লিগার শুরু থেকে রিয়ালের মোট পয়েন্ট ৫০০২। দুইয়ে থাকা বার্সার পয়েন্ট ৪৮৮৭ আর আতলেতিকোর ৪০১৮।

লাল কার্ড দেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : এক্স

২৭ মিনিটে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দিয়েছিলেন হুগো দুরো। খুব কাছ থেকে নেওয়া হাভিয়ের গেররার শট রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া ফেরালেও ফিরতি বলে হুগো দুরোর শট আর ফেরাতে পারেননি।

৫২ মিনিটে ভ্যালেন্সিয়ার বক্সে এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। অবশ্য ফাউলটা পেনাল্টি দেওয়ার মতো কিনা এ নিয়ে প্রশ্ন তোলেন ধারাভাষ্যকাররা। কিন্তু বেলিংহামের স্পট কিক লাগে পোস্টে!

তিনি শট নেওয়ার আগেই ভ্যালেন্সিয়ার গোলরক্ষক গোললাইন থেকে বেরিয়ে আসার পাশাপাশি ভ্যালেন্সিয়ার কয়েকজন খেলোয়াড় ঢুকে পড়েছিলেন বক্সে। তবু ফিরতি পেনাল্টি শট নিতে দেন রেফারি! প্রশ্ন উঠেছে এ নিয়েও। কিছুক্ষণ পর কিলিয়ান এমবাপ্পের গোল বাতিল হয় অফসাইডের কারণে।

৭৯তম মিনিটে ভ্যালেন্সিয়া গোলরক্ষকের সঙ্গে তর্ক জুড়ে দেওয়ার পর মেজাজ হারিয়ে গায়ে হাত দিলে রেফারি লাল কার্ড দেখান ভিনিসিয়ুসকে। ভিএআর মনিটরে দেখে রেফারি তাকে কার্ড দেখানোর সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। 

এরপর ৮০ মিনিটে বদলি হয়ে নামা লুকা মদরিচ ৮৫ মিনিটে সমতা ফেরান বেলিংহামের পাস ধরে বল জালে পাঠালে। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে বেলিংহামের গোলে নাটকীয় জয়ে বছর শুরু করে রিয়াল। ফুলকিয়ের কাছ থেকে বল পেয়ে উগো গিয়ামনের  দুর্বল ব‍্যাক পাসটাই বিপদ ডেকে আনে ভ্যালেন্সিয়ার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত