Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

রাম গোপাল ভার্মার ‘সাতইয়া’ মুক্তি পেতে যাচ্ছে আবারও

Satya 01 feature
[publishpress_authors_box]

বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মা নির্মিত গ্যাংস্টার মুভি সাতইয়া আবারও মুক্তি পেতে যাচ্ছে। ১৯৯৮ সালের এই সিনেমাটি আরেকবার প্রেক্ষাগৃহের পর্দায় উঠতে যাচ্ছে ১৭ জানুয়ারি।

সময়ের সাথে সাথে সিনেমাটি পেয়েছে ‘কাল্ট’ চলচ্চিত্রের মর্যাদা। মনোজ বাজপেয়ী এবং উর্মিলা মাতন্ডকর অভিনীত এই সিনেমাটি মুক্তির পর প্রশংসিত হয়েছিল সমালোচক মহলে।  

মনোজ বাজপেয়ি

রাম গোপাল ভার্মা প্রযোজিত ও পরিচালিত ‘সাতইয়া’ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছিলেন অনুরাগ কাশ্যপ এবং সৌরভ শুক্লা। পারেশ রাওয়াল, মাকারান্দ দেশপান্ডের মতো মেধাবী অভিনেতারাও ছিলেন এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে।

জেডি চক্রবর্তী

‘সাতইয়া’র গল্প গড়ে উঠেছিল সাতিয়া নামের এক চরিত্রকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করেছিলেন জেডি চক্রবর্তী। গল্পে নিজেকে যিনি আবিষ্কার করেন মুম্বাইয়ের অপরাধ জগতে। মনোজ বাজপেয়ী অভিনীত চরিত্র ভিকু মাহাত্রের সঙ্গে সাতিয়ার পরিচয় ঘটলে গল্প প্রবেশ করে তার মুখ্য অংশে।

আরও পড়ুন বলিউড: পুরনো সিনেমার মুক্তিতে কী লাভ

সিনেমাটির গল্প বলার ধরণ এবং সঙ্গীতায়োজন দারুণভাবে প্রশংসিত হয়েছিল সর্ব মহলে। আজকের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বিশাল ভারদ্বাজের এই সিনেমার মধ্য দিয়েই ঘটেছিল বলিউড আত্মপ্রকাশ।

সম্প্রতি রাম গোপাল ভার্মা কাজ করেছেন তেলেগু ইন্ডাস্ট্রিতে। তার নির্মিত তেলেগু ভাষার সিনেমা ভূহ্যাম একটি রাজনৈতিক থ্রিলার। অন্যদিকে মনোজ বাজপেয়ী সম্প্রতি অভিনয় করেছেন কানু বেহলের দ্য ডেসপ্যাচ সিনেমায়। প্রাইম ভিডিও ইন্ডিয়ার জনপ্রিয় সিরিজ দ্য ফ্যামিলি ম্যান-এ তাকে আবারও দেখা যাবে শিগগিরই।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত