Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

ম্যাডোনা কি বিয়ে করছেন?

Madonna feature image
[publishpress_authors_box]

৬৬ বছর বয়সী পপ তারকা ম্যাডোনার বাগদান নিয়ে শোনা যাচ্ছে নানা গুজব। জানা গেছে ২৮ বছর বয়সী জ্যামাইকান ফুটবলার আকিম মোরিস সেই সম্ভাব্য বর। বিশ্ব নন্দিত এই পপ আইকন ২ জানুয়ারি ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেন। যার একটিতে তার বাম হাতে দেখা যায় একটি বড় ডায়মন্ড রিং। আবার আরেকটি ছবিতে ম্যাডোনা, আকিমের সাথে পোজ দেওয়া অবস্থায় ক্যামেরা বন্দী হন। ওই ছবিতে তিনি হাতের রিংটি ক্যামেরার দিকে সচেতনভাবে তাক করে আছেন। মূলত এই ছবি দেখেই তার বাগদানের গুঞ্জনটি আরও চাউড় হয়ে ওঠে।

ম্যাডোনা এবং আকিম মোরিসের এই ছবি গায়িকার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে নেয়া

গুঞ্জনে আরও ফুয়েল জুগিয়েছে ম্যাডোনার আরও একটি ছবি। যেখানে তিনি ট্যাগ করেছেন জুয়েলারি ডিজাইনার জুলি ওয়াই কিম-কে।  যে ছবির ক্যাপশনে লেখা “কিস দ্য রিং”।

যদিও ম্যাডোনা এবং আ়কিম তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই নিশ্চিত করেনি। তবে সামাজিক যোগাযোগে দুজনের ছবি পোস্ট করতে একেবারেই দ্বিধা করছেন না ম্যাডোনা।

এদিকে ফুটবল তারকা আ়কিমকে গেল বছরের অগাস্টে ম্যাডোনার সন্তানদের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে। জানা যায় ২০২৪ সালের অগাস্টে ওই উদযাপনে যোগ দিতে ইতালি গিয়েছিলেন আকিম। জন্মদিনের ওই ছবিগুলোতে ম্যাডোনাকেও দেখা গেছে আকিমের সঙ্গে।

ম্যাডোনার পরিবারের সঙ্গে আকিম মোরিস। ছবি-ম্যাডোনার ইন্সটাগ্রাম হ্যান্ডেল

কবে থেকে ম্যাডোনা-আকিম জুটির প্রণয়ের শুরু সে সম্পর্কে নিশ্চিত জানা না গেলেও, অনেকেই মনে করছেন ২০২২ সালের এক ফটোশুটই হয়তো তাদের প্রণয়ের সূত্র। জানা গেছে, নিউ ইয়র্ক ভিত্তিক ফ্যাশন ম্যাগাজিন ‘পেপার’ এ তারা এক সঙ্গে ফটোশুটে অংশ নেন।

এর আগে “হাং আপ” খ্যাত এই গায়িকা বিয়ের গাটছড়া বেঁধেছিলেন অভিনেতা শন পেনের সঙ্গে। সেটাও ১৯৮৫ সালের কথা। তাদের সেই বিয়ে টেকে মাত্র ৪ বছর। আর এরপরই ম্যাডোনা বিয়ে করেন ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা গাই রিচিকে। ২০০০ সাল থেকে ২০০৮, আট বছর টেকে তাদের সংসার।  

তবে ম্যাডোনার হাতের সেই আংটি আদৌ বাগদানের কিনা তাও নিয়ে আছে নানা কথা। কারণ ম্যাডোনা স্বয়ং বিয়ের ব্যাপারে অনাগ্রহের কথা জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে। ২০২২ সালের একটি ইউটিউব ভিডিওতে তিনি বলেছিলেন, “দুবার বিয়ে করার জন্য আমি অনুতপ্ত।”

অনুতাপ সত্ত্বেও হাতে আংটি! বিচিত্রই বটে। আর তাই, তার আবারও বিয়ের কানাঘুষা যেন থামছেইনা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত