Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

বিসিবির নতুন চুক্তিতে ‘বড় ভাই’-রা থাকছেন কি?

Capture
[publishpress_authors_box]

এ মাসেই বিসিবি ক্রিকেটারদের নতুন চুক্তি ঘোষণা করবে। কিছুটা বিলম্ব হলে ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে অবশ্যই। এমনিতে গত কয়েক বছরে ক্রিকেটারদের চুক্তি খুব একটা আগ্রহের বিষয় ছিল না। এবার চিত্রটা ভিন্ন।

ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে আসা তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ এবারের চুক্তিতে থাকবেন কিনা তা এক বিরাট প্রশ্ন। অবশ্য “হাওয়া” বলছে তিন ক্রিকেটারের নতুন চুক্তিতে থাকার সম্ভাবনা একেবারে ক্ষীণ।

এর কারণ তিন জনের দুজন সাকিব ও মাহমুদউল্লাহ দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। টি-টোয়েন্টি থেকে অবসরের কথা না জানালেও সাকিব জানিয়েছিলেন বিসিবি চাইলে কখনও খেলতে পারেন। আপাতত বিশ্বকাপে শেষ ম্যাচ খেলেছেন।

এদিকে তামিম ইকবাল বাংলাদেশের হয়ে কোন ফরম্যাটেই এখন জাতীয় দলে নেই। সম্প্রতি শাহীদ আফ্রিদির ইউটিউব ব্লগে বলেছেন, “আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি।” যদিও বিসিবি এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানে না।

তাহলে এ তিন ক্রিকেটারের নতুন চুক্তিতে থাকার সম্ভাবনা কেমন? বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফীস সকাল সন্ধ্যাকে বলছেন, “আমরা এ মাসেই নতুন চুক্তি ঘোষণা করবো। কতজন থাকবে সেটা নির্বাচকরা প্রস্তাব করার পর বলতে পারব। আমরা সিনিয়র ক্রিকেটার তিনজন থাকবে কিনা সেটাও আসলে আলোচনার কারণে আটকে আছে। সাকিবেরটা তো রাজনৈতিক ইস্যু, ওই ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।”

এদিকে দল সংশ্লিষ্ট এক সূত্র সকাল সন্ধ্যা জানিয়েছে, “আশা করছি ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে এটা চূড়ান্ত হবে। ক্রিকেটার কমবে না বাড়বে (বর্তমানে ২১ জন) এটা নির্ভর করছে বিসিবির ওপর। একটা প্রস্তাব দেওয়া হবে।”

সিনিয়র ক্রিকেটারদের চুক্তিতে থাকা নিয়ে সূত্র বলেছেন, “এটা আসলে খুবই জটিল হয়ে গেছে। বিপিএল চলছে এখন আলোচনা করা যাচ্ছে না। কিন্তু আমাদের বসতে হবে (ক্রিকেটারদের সঙ্গে)। আর একজনের ব্যাপারটা তো সরকারের ওপর। এটা আমাদের হাতের বাইরে। এই ইস্যুগুলো ঠিক হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যেতো।”

মাহমুদউল্লাহ এখন শুধুই ওয়ানডে খেলছেন। গত ভারত সিরিজে টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন। নিজে কিছু না বললেও এই চ্যাম্পিয়নস ট্রফির পর তার অবসরে যাওয়ার সম্ভাবনা বেশি।

সাকিব নিজ্ বলেছিলেন চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে ছাড়বেন। আগেই দুই ফরম্যাট থেকে অনেকটা দূরে সরে আসায় শুধু একদিনের ক্রিকেট বাকি তার। আর তামিম তো এখনও জাতীয় দলের জন্য বিবেচিতই হননি।

তাই বিসিবি’র নতুন চুক্তিতে তিন তারকা কাটা পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না। বরং নতুন তিন মুখকে দেখা যাবে তিন ফরম্যাটে বা ভিন্ন ভিন্ন ফরম্যাটে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত