Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

সালাহ বুঝে গেছেন, লিভারপুলে থাকা হচ্ছে না তার

salah-7
[publishpress_authors_box]

লিভারপুলে মোহাম্মদ সালাহর চুক্তি শেষ হওয়ার পথে। চলতি মৌসুম পর্যন্ত তার চুক্তির মেয়াদ। কিন্তু এখনও চুক্তি নবায়ন হয়নি মিশরীয় ফরোয়ার্ডের। ইতিবাচক কোনও ইঙ্গিতও মেলেনি। এর মাঝে সালাহ নিজেই জানালেন, লিভারপুলে তিনি শেষ মৌসুম খেলছেন। চুক্তি নবায়ন নিয়ে কোনও আশাই দেখছেন না ৩২ বছর বয়সী তারকা।

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর যতবারই তার চুক্তি নবায়নের সময় এসেছে, প্রত্যেকবারই নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। এবারও একই অবস্থা। তবে চুক্তি শেষ হওয়ার ছয় মাস আগে দুই পক্ষের আলোচনার যে অবস্থা, তাতে সালাহ নিজেই আশা ছেড়ে দিয়েছেন। এই ফরোয়ার্ড বুঝে গেছেন, লিভারপুলে আর থাকা হচ্ছে না তার।

নতুন কোচ আর্নে স্লটের অধীনে রীতিমতো উড়ছেন সালাহ। এবারের প্রিমিয়ার লিগে ১৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩ গোল। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৬ পয়েন্টে এগিয়ে থেকে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে অলরেডস। ফর্মের তুঙ্গে থাকা এই খেলোয়াড়ের ভবিষ্যৎ কিনা ঝুলছে সুতোয়!

গত কয়েক মাস ধরে চুক্তি নবায়নের আলোচনা চলছে লিভারপুল ও সালাহর এজেন্টের। তবে ইতিবাচক কোনও অগ্রগতি নেই। স্কাই স্পোর্টসের কাছে দেওয়া সাক্ষাৎকারে সালাহর ভাষায় যা এমন, ‘“চুক্তি নবায়ন থেকে অনেক দূরে আছি।” ফলে লিভারপুলে শেষ মৌসুম খেলছেন, এটা ভেবেই প্রত্যেক ম্যাচে মাঠে নামছেন তিনি।

সালাহর কাছে প্রশ্ন ছিল, লিভারপুলে কি এটা তার শেষ মৌসুম? মিশরীয় ফরোয়ার্ড বলেছেন, “গত ছয় মাস ধরে আলোচনা হচ্ছে, তবে এই আলোচনার কোনও অগ্রগতি নেই। আমরা চুক্তি নবায়ন থেকে অনেক দূরে রয়েছি। ফলে আমাদের অপেক্ষা করতে হবে, দেখা যাক কী হয়।”

শেষ মৌসুম ধরেই খেলছেন সালাহ। এই মৌসুমে তার লক্ষ্য, প্রিমিয়ার লিগ জয়, “আমার প্রথম চাওয়া হলো, লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জেতা। গত সাত-আট বছরে আমি আমার সাক্ষাৎকারগুলোতে সবসময় বলে এসেছি, (আমি জিততে চাই) চ্যাম্পিয়নস লিগ। তবে এবার প্রথমবার বলছি, আমি লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিততে চাই।”

কেন, সেটার ব্যাখ্যা করেছেন এভাবে, “জানি না কেন। সম্ভবত এই কারণে যে, আগেরবার আমরা ঠিকমতো লিগ শিরোপা উদযাপন করতে পারিনি। তাছাড়া এই ক্লাবে আমার শেষ মৌসুম বলেও হয়তো হতে পারে। আমরা লিগ শিরোপার জন্য ৩০ বছর অপেক্ষা করেছি। যখন এটা জিতলাম, তখন করোনা মহামারী চলছিল, সেকারণে আমরা ঠিকমতো উদযাপন করতে পারিনি। আশা করছি, এ বছর আমরা পারব (ভালোভাবে শিরোপা উদযাপন করতে)।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত